ভারতে পালানোর চেষ্টা: ইমিগ্রেশন চেকপোস্টে আওয়ামী লীগ নেতা আটক

০৫ জুন ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
 আওয়ামী লীগ নেতা আটক

আওয়ামী লীগ নেতা আটক © সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক হয়েছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবির।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট জমা দেওয়ার পর যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য উদ্ঘাটিত হয়। এরপরই পুলিশ তাকে আটক করে। শেখ রেজাউলের পাসপোর্ট নম্বর ছিল A00953915। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামের বাসিন্দা এবং মৃত মুকবুল শেখের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “পূর্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছিল শেখ রেজাউল কবির ভারতে পালাতে পারেন। সেই অনুযায়ী আমরা সতর্ক ছিলাম। পাসপোর্ট স্ক্যান করার পর তার নামে একাধিক মামলার তথ্য পাওয়া যায়, ফলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।”

পুলিশ সূত্রে জানা গেছে, মোল্লাহাট থানায় শেখ রেজাউলের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটির নম্বর ২১, তারিখ ২২/০৯/২০২৪। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩ (অবৈধ সমাবেশ), ৩৪১ (অবাধ চলাচলে বাধা), ৩৪২ (অবৈধভাবে আটকে রাখা), ৩২৩ (আঘাত), ৩০৭ (হত্যাচেষ্টার), ৩৮৬ (চাঁদাবাজি), ৫০৬ (হুমকি) ও ৫০২ (মিথ্যা তথ্য প্রচার) ধারায় রুজু করা হয়েছে।

আটকের পর শেখ রেজাউল কবিরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, “তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে। নিয়ম অনুযায়ী তাকে মোল্লাহাট থানায় পাঠানো হবে।”

এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫