জাবির উন্নয়ন-অগ্রগতিতে সবার সহযোগিতা চাইলেন নবনিযুক্ত ভিসি

১৭ এপ্রিল ২০২২, ০৮:৪৫ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে দায়িত্ব গ্রহণ করেছেন রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম। আজ রবিবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত উপাচার্য তার দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের শুরুতে সাময়িকভাবে উপাচার্য পদে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল  হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. মো. নুরুল আলম।

এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের ভালোবাসায় আমি অভিভূত। সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং অগ্রগতি সাধনের জন্য বিশ্ববিদ্যালয়ের সকলের পারস্পরিক সহযোগিতার আহবান জানাচ্ছি।

পরবর্তীতে নবনিযুক্ত উপাচার্যেকে ফুল দিয়ে বরণ করে নেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, ডিনস কমিটির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কমিটির সভাপতির অধ্যাপক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, টিএসসির পরিচালক অধ্যাপক মোহাম্মাদ আলমগীর কবির, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগ ও ইনস্টিটিউট সমূহের সভাপতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা।

এর আগে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আলমকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়।

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
  • ০৩ জানুয়ারি ২০২৬
গুম কমিশনের মেয়াদ বাড়ল
  • ০৩ জানুয়ারি ২০২৬
শরীয়তপুরে ছুরিকাঘাত ও আগুনে দগ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু
  • ০৩ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শেষ ১২ জানুয়ারি
  • ০৩ জানুয়ারি ২০২৬
নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
মনোনয়নপত্র বাতিলের পর যা বললেন তাসনিম জারা
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!