‘মেয়েরা অল্পতেই ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নেয়’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকেলে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মানসিক সহায়তা বিষয়ক সংগঠন ‘মাইন্ড মেন্ডারস’ এ সেমিনার আয়োজন করে।

সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশিক শাহরিয়ার। এতে উপস্থাপনা করেন- মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সিইও সালমান রশীদ শান্ত এবং সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মিম মারিহা মৃধা। সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েনে রাবি ছাত্রীর আত্মহত্যা

এসময় সংগঠনের সিইও সালমান রশীদ বলেন, একজন মানুষ বিভিন্ন কারণে আত্মহত্যার করতে পারে। তবে এক্ষেত্রে এগিয়ে মেয়েরা। কারণ মেয়েরা অনেক বেশি আত্মহত্যা প্রবণ মানসিকতার অধিকারী হয়। একটি ছেলে নিজেকে যতোটা নিয়ন্ত্রণ করতে পারে একটি মেয়ে তা পারে না। ফলে অল্পতেই তিনি ভেঙে পড়ে এবং আত্মহননের পথ বেছে নেয়।

‘‘এক গবেষণায় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ আত্মহত্যার চেষ্টা চালায় এবং প্রায় ২৬ হাজার মানুষ আত্মহত্যা করে। গত বছরের এক গবেষণায় দেখা যায় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৬২ জন শিক্ষার্থী আত্মহত্যা করে। যা আমাদের জন্য শুভ লক্ষণ নয়।’’

তিনি বলেন, মূলত পারিবারিক কোন্দল, অর্থনৈতিক সংকট, দীর্ঘসময় হতাশা, সাইবার বুলিং, ডিপ্রেশন ইত্যাদি কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। তবে একজন মানুষ যখন আত্মহত্যা প্রবণ হয় তখন তার মধ্যে কিছু উপসর্গ দেখা দেয়। আমরা যদি সেই উপসর্গগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে কোনো মনোচিকিৎসকের কাছে পরামর্শ গ্রহণ করি তাহলে আমরা অনেকাংশে এই সমস্যা থেকে মুক্তি পাব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence