রাবির আবাসিক হল থেকে পুলিশ সদস্যদের সাময়িকভাবে প্রত্যাহার

০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:২২ AM
পুলিশ সদস্যরা প্রয়োজনীয় জিনিসপত্রসহ চলে যাচ্ছেন

পুলিশ সদস্যরা প্রয়োজনীয় জিনিসপত্রসহ চলে যাচ্ছেন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো থেকে সাময়িকভাবে পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ক্যাম্পাসের যে পয়েন্টগুলো দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে। বিশেষ করে চারুকলা গেট, স্টেশন বাজার গেট ও বধ্যভূমি গেট। সেই পয়েন্টগুলাতে অস্থায়ী পুলিশ বক্সের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক ঘটনা ও শিক্ষার্থীদের নানা দাবি কথা বিবেচনায় নিয়ে প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

এদিকে, বিকেলে দিকে হলে অবস্থানরত দায়িত্বশীল পুলিশ সদস্যদের প্রয়োজনীয় জিনিসপত্রসহ চলে যেতে দেখা যায়। পরবর্তীতে হলগুলোর গেটে আর তাদের ফিরে আসতে দেখা যায়নি।

এর আগে, গত মাসের শুরু থেকে ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের অবাধে প্রবেশ ও মাদক গ্রহণকালে আটকের ঘটনাও ঘটেছে। ফলে বিশেষ প্রয়োজন ছাড়া বহিরাগতের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী মিন্টুর ৫০৭ কোটি টাকার সম্পদ
  • ০৪ জানুয়ারি ২০২৬
যবিপ্রবির বাস চালককে মারধর, থানায় মামলা
  • ০৪ জানুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে বড় ভাই খুন
  • ০৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচা…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভারত ইস্যুতে আইসিসিকে চিঠি দেবে বিসিবি
  • ০৩ জানুয়ারি ২০২৬
যবিপ্রবিতে ডিনের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগে তদন্ত কমিটি,…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!