ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে গ্রিনহাউজের উদ্বোধন

গ্রিনহাউজ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা
গ্রিনহাউজ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের বোটানিক্যাল গার্ডেনে একটি গ্রিনহাউজের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দীন।

রবিবার (১২ ডিসেম্বর)  বিশ্ববিদ্যালয়টিতে এটির উদ্বোধন করা হয়। প্রসঙ্গত, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এই গ্রিনহাউজটি স্থাপন করা হয়েছে।

এই উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে পরিবেশমন্ত্রী জানিয়েছেন, জীবপ্রযুক্তি প্রয়োগ করে জলবায়ু সহিষ্ণু ও বিভিন্ন রোগ প্রতিরোধী ফসলের উন্নয়নের প্রাথমিক গবেষণা ও মাঠ পর্যায়ে অবমুক্ত করার আগ পর্যন্ত এ গ্রিনহাউজে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করা সম্ভব হবে।

আরও পড়ুন: পরিবেশ দিবসে ঢাবিতে ১০১টি গাছ লাগাল ছাত্রলীগ

এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রকল্প পরিচালক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রেজাউল হক এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিহির লাল সাহা।


সর্বশেষ সংবাদ