ফেসবুকে চাকরি পেলেন জাবির আসিফ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ০১:২৫ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২১, ০১:২৫ PM
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আসিফ জুলফিকার। তিনি ফেসবুকের লন্ডন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেবেন। এ মাসের ২৫ তারিখ ফেসবুক কর্তৃপক্ষ তাকে চাকরিতে যোগদানের চিঠি দিয়েছে। তিনি ২০২২ সালের মার্চে যোগদান করবেন।
আসিফ জুলফিকার বিশ্ববিদ্যালয়ের ৪২তম আবর্তনের (২০১২-১৩ শিক্ষাবর্ষ) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) শিক্ষার্থী।
ফেসবুকে চাকরি পাওয়ার অনুভূতি সম্পর্কে আসিফ জুলফিকার বলেন, এক বড় ভাইয়ের পরামর্শে ফেসবুকে আবেদন করি। উনি বর্তমানে ফেসবুকে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সর্বমোট ৫টি ইন্টারভিউ হয়। এর মধ্যে কোডিং রাউন্ড, সিস্টেম ডিজাইন থাকে। ফাইনালি প্রায় চার সপ্তাহ পর নভেম্বরের ২৫ তারিখ ফেসবুক কর্তৃপক্ষ আমাকে লন্ডন অফিসে যোগদানের চিঠি পাঠায়। এক কথায়, ফেসবুকে এ জব হওয়ার অনুভূতি অসাধারণ।