জাবিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ‘উইন্ড অফ নভেম্বর’ অনুষ্ঠিত
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০৮:৪৫ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২১, ০৮:৪৫ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী উৎসব ‘উইন্ড অফ নভেম্বর’ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩, ৪ ও ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে চলচ্চিত্র আন্দোলনের আয়োজনে এ প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীর প্রথম দিন মৃণাল সেনের ‘আকালের সন্ধানে’, দ্বিতীয় দিন অরুণ রায়ের হীরালাল এবং তৃতীয় দিন জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’, ‘জুবায়ের ও সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’, এবং তারেক মাসুদের ‘আদম সুরত’- এই তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
এক যুক্ত বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘মহামারির কারণে দীর্ঘ ১৯ মাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর ‘উইন্ড অব নভেম্বর’ চলচ্চিত্র আন্দোলনের প্রথম আয়োজন। এই কর্মসুচির মধ্য দিয়ে আমরা জানান দিতে চেয়েছি ২০১৯ সালের ৫ নভেম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপরে ক্ষমতাসীন ছাত্র সংগঠন কর্তৃক সেই বর্বর হামলার কথা এবং সাথে ছড়িয়ে দিতে চেয়েছি ১৯১৭ সালের ৭ নভেম্বরের পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের বাতাস।’
এসময় নেতৃবৃন্দ আগামী দিনের লড়াইয়ে চলচ্চিত্র আন্দোলনের সাথে থাকার আহ্বান জানান।