সেপ্টেম্বরের শেষেই খুলবে বিশ্ববিদ্যালয়: কাদের

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৫ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

চলতি মাসের শেষেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৭ সেপ্টম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জীবন যাত্রা কেমন তা দেখতে হবে। হলগুলোতে অছাত্ররা অবস্থান করে, তাদের লিখিতভাবে হলে থাকা বন্ধ করতে হবে। এ নিয়ে কে খুশি হলো, কে অখুশি হলো তাতে কিছু যায় আসে না।

এদিকে, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করোনার টিকা নিতে নিবন্ধনের নির্দেশ দেয়া হয়েছে।

ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর বলেছেন, যদি কোনো বিশ্ববিদ্যালয় মনে করে তাদের সব শিক্ষার্থীর নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, তাহলে তারা তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে যে কোনো সময় বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে।

এছাড়া শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিশ্চিত করে আগামী ২৭ সেপ্টেম্বরের পর দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।

কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬
নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬