রাবি শিক্ষার্থীকে কিল-ঘুষি মারল মেস মালিকের ছেলে
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কিল-ঘুসি মারার অভিযোগ উঠেছে নগরীর বিনোদপুর এলাকার সুজন ম্যানশন ছাত্রাবাসের মালিকের ছেলে সুজনের (২৫) বিরুদ্ধে। ভুক্তভোগী হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (১০ আগস্ট) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী মেসের কক্ষ পরিবর্তন না করার জেরে এ মারধরের অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
ঘটনা সম্পর্কে ভুক্তভোগী বলেন, ‘আমাদের বিভাগের পরীক্ষার জন্য গত কয়েকদিন পূর্বে সুজন ম্যানশন মেসে ফোন দিয়ে সিট বুকিং দেই। এরপর রাজশাহী এসে সেই মেসে একটি রুমে আমি উঠছি। রুম পরিষ্কার করে টেবিল, খাটসহ সবকিছু ঠিকঠাক করেছি।
এরপর গত ৮ সেপ্টেম্বর বুধবার মেস মালিক এসে আরেকজনের নামে সে রুম বুকিং দিয়েছে সে জন্য আমাকে রুম পরিবর্তনের কথা বলে। হঠাৎ আজ দুপুরে জুমার নামাজের পর আবার এসে আমাকে রুম ছাড়তে বলে।
আমি বলেছি যে একমাস পরেই তো রুম ছেড়ে দিব ওই ছেলেকে আরেকটা রুমে দেন। কিন্তু সে আমাকে এক্ষুনি রুম ছেড়ে চলে যেতে বলে। আমি বলি তাহলে আমার টাকা ফেরত দেন। এ সময় সে আমার সঙ্গে দুর্ব্যবহার এবং কিল ঘুষি মারা শুরু করে।’
অভিযোগের বিষয়ে জানতে মেস মালিক সুজনকে একাধিক বার মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেন নি।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী জানান, তথ্যটা জানার পরেই আমি প্রক্টরিয়াল বডি নিয়ে ঘটনা স্থলে যাই। অভিযুক্ত সুজন তখন বাসায় ছিলো না। তার বাবা ও মামা বলেছে, রাতের মধ্যে মতিহার থানায় নিয়ে আসবে।
এ বিষয়ে মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, আমি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্ত সুজনকে পাওয়া যায় নি। আমরা অপরাধীকে গ্রেপ্তার করার চেষ্টা করছি।