সাত কলেজের পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

১৭ আগস্ট ২০২১, ১০:০৬ PM
সাত কলেজের পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

সাত কলেজের পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্থগিত ও অন্যান্য শিক্ষাবর্ষের আটকে থাকা পরীক্ষার ব্যাপারে আজ বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজ প্রশাসনের একটি সভা হওয়ার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসীন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় সাত কলেজের অথ্যক্ষরা উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন দ্যা ডেইল ক্যাম্পাসকে বলেন, লকডাউন শিথিল হওয়ায় আপাতত আমরা অনলাইনের পরীক্ষার বিষয়ে ভাবছি না। সশরীরে পরীক্ষা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আগামীকাল আমাদের এ সংক্রান্ত একটি সভা রয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসীন কবির বলেন, অনলাইনে পরীক্ষা বিষয়ে সক্ষমতা যাচাই করা হলেও এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের অনুমতির জন্য সমন্বয়কের মাধ্যমে আমরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। এ বিষয়ে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সঙ্গে সভা হবে। সভায় পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আমাদের সাত কলেজের পাঁচটি কলেজেই উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা রয়েছে। তাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। আমরা চাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলে সুরক্ষার অ্যাপে নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে। এছাড়াও জাতীয় পরিচয়পত্র যাদের নেই তারা যেন জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ করতে পারে সে ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান তিনি।

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬