করোনায় মারা গেলেন চিত্রশিল্পী অরবিন্দ দাশ গুপ্ত

১৮ জুলাই ২০২১, ১২:৩৭ PM
অরবিন্দ দাশ গুপ্ত

অরবিন্দ দাশ গুপ্ত © ফাইল ছবি

নিভৃতচারী চিত্রশিল্পী ও শিক্ষক অরবিন্দ দাশ গুপ্ত আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৮ জুলাই) সকাল ১০টা ২২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

গত ২৪ জুলাই তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেন জানান চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন।

চারুকলা ইন্সটিটিউট (যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে ১৯৭৬ সালে চিত্রকলায় স্নাতক সমাপ্ত করেন তিনি। তারপর থেকে ছবি আঁকা এবং চিত্রকলা শিক্ষাকেই পেশা হিসেবে বেছে নিয়ে সিলেটে ফিরে আসেন। শিল্পী জীবনে তিনি সান্নিধ্য পেয়েছেন জয়নুল আবেদীন, কামরুল হাসান ও এসএম সুলতানের মতো মহান শিল্পীদের। 

অরবিন্দ দাশ গুপ্তের চিত্রকর্মের বিষয়বস্তুর মধ্যে রয়েছে গ্রামীণ নৈসর্গ, ঋতুবৈচিত্র, প্রেম, প্রাকৃতিক বিপর্যয়।

১৯৮০ সালে প্রথম চিত্র প্রদর্শনীর পর ২০০২ এবং ২০১৬ সালে তার আরও দুটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সর্বশেষ, গত বছর তার চিত্র প্রদর্শনী ‘প্লাবনে স্বপন বুনি’ ভার্চ্যুয়ালি আয়োজন করা হয়েছিল।

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্ত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিসিবির নজরদারিতে নোয়াখালীর ‘রহস্যজনক’ কোচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিসিবির নজরদারিতে নোয়াখালীর ‘রহস্যজনক’ কোচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খুবি শিক্ষকের পোস্টে খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার তুলনা, …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্ত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আন্দোলন-সংঘর্ষ ও ছাত্রদলের হামলার ঘটনায় বছরজুড়ে আলোচনায় ছিল…
  • ৩১ ডিসেম্বর ২০২৫