অবৈধ নিয়োগপ্রাপ্তদের বাধার মুখে রাবি সিন্ডিকেট সভা স্থগিত

  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবৈধ নিয়োগপ্রাপ্তদের বাধার মুখে সিন্ডিকেট সভা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে আটটার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, গতকাল সোমবার (২১ জুন) সভায় অবৈধ নিয়োগপ্রাপ্তরা বলেছিলেন তারা বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে বাধা দেবেন না। যদি তাঁরা গতকালকে বলতেন যে সিন্ডিকেট সভা করা যাবে না, সে ক্ষেত্রে আজকে হয়তো সভা আহ্বানই করা হতো না। তারা আজকে যে দাবিটা করেছেন, তা পূরণ করা তার একার পক্ষে সম্ভব নয়। এটার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, সরকার রয়েছেন। তাদের সিদ্ধান্ত যে পর্যন্ত পরিবর্তন না করে তাকে বলবে, ততক্ষণ এ বিষয়ে তার পক্ষে কিছুই করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, তাদের (অবৈধ নিয়োগপ্রাপ্তরা) কিছু অ্যাজেন্ডা ছিল। কিন্তু তারা কী জন্য অবস্থান নিয়েছেন, সে বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না। তবে তাঁদের বিষয়ে সিন্ডিকেটে কোনো অ্যাজেন্ডা ছিল না।

এর আগে, গত শনিবার (১৯ জুন) অবৈধ নিয়োগপ্রাপ্তদের বাঁধার মুখে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সভা স্থগিত করতে বাধ্য হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, দ্রুত পদায়নের দাবিতে এ আন্দোলন করছেন বিতর্কিত এই অবৈধ নিয়োগপ্রাপ্তরা। সব কিছু হলেও আমাদের চাকরি স্থায়ী হচ্ছে না, বরং তালবাহানা চলছে বলে অভিযোগ তুলে এ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, বিদায়কালে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে বিতর্কিত ভাবে ১৩৭ জন কর্মকর্তা কর্মচারীকে এডহক নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। যা ঐ রাতেই অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। তদন্ত শেষে অনিয়ম-দুর্নীতির প্রমাণ সাপেক্ষে এ নিয়োগ বাতিলের সুপারিশসহ উপাচার্যের বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করে মন্ত্রণালয়। তাছাড়া মন্ত্রণালয়ের নির্দেশে এ নিয়োগ স্থগিত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence