রাবির সোহরাওয়ার্দী হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

১৮ মার্চ ২০২১, ০৪:০১ PM
বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠান

বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কর্ণারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এবং অধ্যাপক ড.চৌধুরী মো.জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান, হল প্রাধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম এবং অন্যান্য হলের প্রাধ্যক্ষবৃন্দ। উদ্বোধন শেষে উপাচার্য এবং অন্যান্য অতিথিবৃন্দ কর্ণাটির সংগ্রহ পরিদর্শন করেন।

এ বিষয় জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কর্ণাটি আকারে ছোট হলেও এর বিশালত্ব অনেক। কর্ণাটির মাধ্যমে হলের আবাসিক শিক্ষার্থীরা বাংলাদেশ নামক একটি জাতি রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে জানার এখানে অনেক তথ্য-উপাত্ত পাওয়া যাবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এর মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত চিন্তা-ভাবনা সম্পর্কে সচ্ছ ধারণা পাবে। কর্ণারটিতে প্রায় ৩০০ বই রয়েছে। যার মাধ্যমে জাতির পিতাকে জানার সুযোগ আরও প্রসারিত হবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬