চবিতে বঙ্গবন্ধু চেয়ার পদপ্রাপ্ত মুনতাসীর মামুনকে সংবর্ধনা

১৫ মার্চ ২০২১, ০৪:৩৭ PM
ড. মুনতাসীর মামুনকে সংবর্ধনা প্রদান

ড. মুনতাসীর মামুনকে সংবর্ধনা প্রদান © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'বঙ্গবন্ধু চেয়ার' পদে যোগদান উপলক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ, লেখক ও গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন লোকসাহিত্য গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে নব নিযুক্ত অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, একটি প্রতিষ্ঠান  টিকে থাকে মানুষের জন্য, নীতিবাচক কাজ করলে সে প্রতিষ্ঠান সুন্দরভাবে প্রতিষ্ঠা লাভ করে। যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।

তিনি আরো বলেন, আমরা নানান কারণে আমাদের স্বায়ত্তশাসনের বিধিমালা লঙ্ঘন করছি। আমাদেরকে আজ এত হেয় করে ডাকা হয় কেন? আমরাইতো সুযোগ করে দিয়েছি। আমাদের মনে রাখতে হবে আমরা সরকারের  সমর্থক হলেও আমরা শিক্ষক।  শিক্ষক হিসবে আমাদের দায়িত্ব  পাল করতে হবে।  ভালো শিক্ষক  হতে হলে ভালো পড়তে হবে এবং ভালো গবেষণা করতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, আমাদের দেশ আজ ক্রমান্বয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে । এই বিশ্ববিদ্যালয়ে একটা সময় বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা যায়নি। আজ সে সময়ের অবসান  ঘটেছে। আমরা যতদিন থাকবো ততদিন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে যাবো ইনশাআল্লাহ। হিংসা দিয়ে কিছু হয় না ভালোবাসা দিয়ে সবকিছু  জয় করা যায়। আমাদের ভিতরে কোন ক্ষোভ বা হিংসা থাকবেনা। আমরা মূল্যবোধকে হৃদয়ে ধারণ  করে সামনের দিকে এগিয়ে যাবো।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে ২ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক মুনতাসীর মামুন ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর ২০১৭ সালের ১৬ আগস্ট এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। এ পর্যন্ত মুনতাসীর মামুনের প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২২০টি। 

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬