মৌলবাদ প্রতিহত করবে রাবি ছাত্রলীগ
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:১৮ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:১৮ PM
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার বেলা সাড়ে ১১টায় রাবি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে টেন্টেই সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীর যখন বই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেশকে সর্বোচ্চ উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে- ঠিক তখনই একটি মৌলবাদী মহল, পাকিস্তানের প্রেতাত্মা একাত্তরের পরাজিত শক্তি বিভিন্ন রূপ ধারণ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীর শিক্ষাগ্রহণ যেমন প্রিয়, ঠিক তেমনি দেশের যেকোনো ক্লান্তিলগ্নে রাজপথে থেকে মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রস্তুত। আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় দুর্বার আন্দোলন গড়ে তুলব।
প্রতিবাদী বিক্ষোভ মিছিলে রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আলামিন, মো. রাসেল, তৌহিদ মোরশেদ, ফারুক হাসান, গোলাম সারওয়ার, কাজী লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমতিয়াজ আহমেদ, উপ স্কুল বিষয়ক সম্পাদক সোহাগ বিল্লাহ, কর্মী শাকিল কাবিরুজ্জামান, তামাম মেহেদিসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।