ডুসালস’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৩ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৩ PM
‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল লোহাগাড়া-সাতকানিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অভ লোহাগাড়া-সাতকানিয়া (ডুসালস)।
শনিবার সকাল ১০টায় লোহাগাড়ার পদুয়া আইনুল উলুম কামিল মাদরাসার মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান সংগঠনটির সভাপতি মিশকাত কবির।
মিশকাত কবির বলেন, আমাদের প্রকৃতিতে দিনদিন জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে ঝুঁকিতে যাচ্ছে, এরকম চলতে থাকলে আমাদের এ পৃথিবী বসবাসের যোগ্যতা হারাবে। তাই আমাদের বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতিকে পুনরুদ্ধার করার কোন বিকল্প নেই। সেই লক্ষ্যে লোহাগাড়া সাতকানিয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষর্থীদের সংগঠন বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি বলেন, এই কর্মসূচি লোহাগাড়া সাতকানিয়ার বিভিন্ন, স্কুল-কলেজ, মাদরাসা, ইউনিয়ন পরিষদসহ দুই থানায় মাসব্যাপী অব্যাহত থাকবে।