অধ্যাপক আখতারুজ্জামানের দায়িত্ব পালনের ৩ বছর
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৫ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের তিন বছর পূর্ণ হলো। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দেশসেরা এই বিদ্যাপীঠের সর্বোচ্চ কর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরবর্তী ২০১৯ সালের ৩ নভেম্বর চার বছরের জন্য নিয়োগ দেয় সরকার।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দায়িত্ব পালন করাটাই হলো মুখ্য। কতটুকু করতে পেরেছি সেটা কখনো হিসেব করিনি।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়াও প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ২৩ জুন থেকে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। এ আগে ২০১৪ সালে কলা অনুষদের ডিন নির্বাচিত হয়েছিলেন তিনি।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই অধ্যাপক বিভাগটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন। তাছাড়া কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ড. মো. আখতারুজ্জামান ১৯৬৪ সালের ১ জুলাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালিপুর গ্রাম জন্মগ্রহণ করেন। এসএসসি পাশ করেছেন বরগুনার কালমেঘা মুসলিম হাই স্কুল থেকে। বরগুনা সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১ম স্থান অর্জন করে স্নাতক ও স্নাতকোত্তর সম্প্নন করার পর ফারসি ভাষা ও সাহিত্যে তিনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন। তিনি ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের এই তিন বছরে রয়েছে নানান অর্জন করছেন। এসবের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো-দীর্ঘ ২৭ বছর পর ঢাকা বিশ্ববিশ্ববিদ্যায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সচল করা। এর আগে অনেক উপাচার্য ডাকসু নির্বাচনের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত কার্যকর করতে পারেনি। এছাড়াও, শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়েছেন বিভিন্ন প্রকল্প।
জানা গেছে. এসব প্রকল্পের মধ্যে কিছু চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি পরিচিত করার লক্ষেও বেশকিছু প্রদক্ষেপ হাতে নিয়েছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তারমধ্য আইসিটি সেল উন্নয়নের কাজ চলমান রয়েছে। এছাড়াও আবাসিক হলে গণরুম কালচার বন্ধ ও হল থেকে অছাত্র ও বহিরাগতদের বের করার কাজ জন্য করছে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসান বলেন, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্যার বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দীর্ঘ ২৭ বছর পর ডাকসু নির্বাচন দিতে সক্ষম হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এগিয়ে আনতে আইসিটি সেলের উন্নয়ন। তাছাড়া গবেষষণাসহ শিক্ষক-শিক্ষার্থীদের জীবন-মানের উন্নয়নের জন্যও কাজ করে যাচ্ছেন।