৭ দফা দাবিতে ইবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা
উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা  © টিডিসি

ফ্যাসিস্টমুক্ত নিয়োগ বোর্ড, পেমেন্ট ডিজিটালাইজেশন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ ৭ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দেন তারা।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব,আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাদের দাবি গুলো হলো ভর্তি কার্যক্রমসহ সব ধরনের ফি ও পেমেন্ট অনলাইনে প্রদান করার ব্যবস্থাসহ সনদ এবং নম্বরপত্র অনলাইনে উত্তোলন করার সব প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় আধুনিক মেশিনারিজ সরবরাহ করতে হবে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বা নিকটতম স্থানে ফায়ার সার্ভিস এর সাবস্টেশন স্থাপন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকায় ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, কার্যকর ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা করা, জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ও নিরাপদ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ, নিয়োগ বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত করা এবং কোন দলীয় বা স্বার্থান্বেষী মহলকে নিয়োগ না দেওয়া এবং আবাসিক হলের খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ সব খাবারের দোকান নিয়মিত তদারকির আওতায় আনা। 

স্মারকলিপিতে তারা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সব সময় শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা ও যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও স্মারকলিপির মাধ্যমে ইতোপূর্বে প্রশাসনকে অবগত করা হয়েছে। উপরিউক্ত দাবিসমূহ বিশ্ববিদ্যালয়ের আপামর সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে যার পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।’


সর্বশেষ সংবাদ