জাবির প্রথমবর্ষের ক্লাস শুরু রবিবার, হল পাবেন না পোষ্য কোটাধারীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) শুরু হবে। ইতোমধ্যে তাদের ক্লাস রোল, রেজিস্ট্রেশন নম্বর ও হল বন্টন করা হয়েছে। সংশ্লিষ্ট হলের প্রভোস্ট তাদের জন্য সিট বরাদ্দের ব্যবস্থা করবেন। তবে পোষ্য কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শিক্ষার্থীদের তাদের নামের পাশে বর্ণনা মোতাবেক ক্লাস রোল, রেজিস্ট্রেশন নম্বর ও হল বন্টন করা হয়েছে।
শিক্ষার্থীদের স্ব স্ব হল প্রভোস্ট পর্যায়ক্রমে হলে সিট বরাদ্দের ব্যবস্থা করবেন। পোষ্য কোটায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দেয়া হবে না। তাদের শুধু হলের সাথে সংযুক্ত করা হলো। তারা কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবে না।
আরও পড়ুন: মনোনয়নপত্র সংগ্রহ ৪২৯ জনের—ভিপিতে লড়তে চান ২৫ জন, জিএসে ২২
ভর্তি নিশ্চিতকরণের সময় দাখিলকৃত কোনো শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র বা সনদপত্র অথবা অন্য যে কোনো দলিল বা কাগজপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ তালিকায় কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে পরবর্তী পর্যায়ে তা কর্তৃপক্ষ সংশোধন করতে পারবেন।
উল্লেখ্য যে, শিক্ষার্থীদেরকে হলে অবস্থানের লক্ষ্যে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে নামের পাশে উল্লিখিত নিজ নিজ হলে যোগাযোগ করার জন্য বলা হলো। শিক্ষার্থীদের ক্লাস রোল, রেজিস্ট্রেশন নম্বর ও হলের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।