জাকসু নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপটেস্ট আজ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপটেস্ট অনুষ্ঠিত হবে আজ।
গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ও কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন করা হবে।