মামলায় কেউ হারেনি, আমি জিতেছি—এমনটা নয়

এস এম ফরহাদ
এস এম ফরহাদ  © সংগৃহীত

মামলায় কেউ হারেনি, আমি জিতেছি—এমনটা নয় বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

এস এম ফরহাদ বলেন, ডাকসু আয়োজেনর সব বাধা কাটিয়ে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে, তাতে ‘কে জিতেছে আর কে হেরেছে’ এমন বিবেচনায় যাওয়া উচিত নয়। যিনি হাইকোর্টে রিট করেছেন, আমার ব্যাপারে তার এই দ্বিমতের প্রতি, তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, এখনও শ্রদ্ধাশীল। দ্বিতীয়ত বাংলাদেশে বিদ্যমান আইনের শাসনের যে প্রক্রিয়া, ২৪ পরবর্তী সময়টাতে, আমি আইনের শাসনের প্রতি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল।

তিনি বলেন, ডাকসু যদি আপনি না দিতে চান, বানচাল করতে চান, আপনার অস্তিত্ব থাকবে না এখানে। ডাকসু হতে হবে, ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। ডাকসু যথাসময়ে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সমন্বিতভাবে একটা বিষয়ে একমত, ডাকসু সময়মত হতে হবে। সুতরাং ডাকসু হবে নিশ্চিত। আমি আশঙ্কা করছি না। ষড়যন্ত্র হতে পারে,, সেই ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করবে। 

সংবাদ সম্মেলনে হাইকোর্টের রায়ের পর শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত প্রতিক্রিয়া দেখার কথা তুলে ধরে ফরহাদ বলেন, কেউ ষড়যন্ত্র করতে পারে, কেউ প্ল্যানড ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বতঃস্ফুর্ত প্রতিক্রিয়া আমরা গতকাল এবং পরশু দেখেছি, এই প্রতিক্রিয়া কিন্তু তৈরি করতে হয় না। এই প্রতিক্রিয়া থাকবে। কারণ ডাকসু সবার আত্মার সাথে মিশে গেছে।

সর্বোচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন মন্তব্য করে ফরহাদ বলেন, সেটি ডাকসু বানচাল করার ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে, অনেক আলাপ এল, সে জায়গা থেকে ডাকসু যে হচ্ছে, সবকিছু কন্টিনিউ হচ্ছে, আমি শুকরিয়া জানাচ্ছি, সংশ্লিষ্ট যারা ন্যায়বিচার নিশ্চিতে সহযোগিতা করেছেন এবং ডাকসু যথাসময়ে হচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যাশাটি পূরণ হচ্ছে।

আমি মনে করি, এই মামলায় কেউ হারে নাই। তিনি জিতেছেন বা আমি জিতেছি- এমনটা নয়। ডাকসুটা সময়মত হচ্ছে, জাস্টিস হয়েছে, সবাই জিতেছে। শিক্ষার্থীরা জয়ী হওয়া, টাইমলি ডাকসুটা হওয়া, সবকিছু ঠিকঠাক হওয়া, ন্যায়বিচার নিশ্চিত হওয়া- এর মধ্য দিয়ে সবাই জয়ী হওয়া।

জিএস পদপ্রার্থী ফরহাদ বলেন, এই ডাকসু নিয়ে অনেক আলাপ হয়েছে, অনেক কাদা ছোঁড়াছুঁড়ি হয়েছে, পাল্টাপাল্টি অনেক অভিযোগ পড়েছে- এসব ভাই ছেড়ে দিই। এসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই ডাকসু নির্বাচনটা ঠিকভাবে করি, সবাই কমপিট করি, শিক্ষার্থীরা তাদের ভোট দিক। যিনি জিতবেন, যেই ভোট দিক না কেন, তিনি সবার প্রতিনিধি হয়ে ভূমিকা পালন করবেন। যিনি জয়ী হবেন, তিনি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সংস্কার করবেন। সেই জায়গাটিতে সবাই মিলে অংশগ্রহণ করি। সেই জায়গাটা থাকবে বলে বিশ্বাস করি।


সর্বশেষ সংবাদ