বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার করছে: উপদেষ্টা আদিলুর রহমান খান
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধনকালে আদিলুর রহমান এই মন্তব্য করেন।
তিনি বলেন, এক বছর আগে বাংলাদেশে যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যই পারে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে। বিচার প্রশ্নে বলতে চাই কোন অবস্থাতেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকার বিচারের ক্ষেত্রে দুর্বলতার স্কোপ রাখবে না। খুব দ্রুতই বেশ কয়েকটি বিচারের কাজ দৃশ্যমান হবে।
বক্তব্যের আগে তিনি 'অদম্য ২৪' স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত জুলাইয়ের ভিডিও ও ফটো ডকুমেন্টারি উপভোগ করেন।
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, সংঘবদ্ধ আন্দোলনে গত ৫ আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। এর মানে এই নয় যে, অন্য যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর আমাদের স্বর আপনারা শুনবেন না।
তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা সচেতন এবং কথা বলার ব্যাপারে উন্মুক্ত। আজকের এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মধ্য দিয়ে আবার স্মরণ করিয়ে দিলাম আমরা যদি বাংলাদেশে কোনো অশান্তি দেখি, বৈষম্য দেখি, পরাজয়ের কালো মেঘ দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য সংগ্রামীরা আবারও তাদের সেই কার্যক্রম শুরু করবে, গোটা জাতিকে নেতৃত্ব দিয়ে আবারও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের শহীদ পরিবারের সদস্যরা।