ছাত্রী হেনস্তার ঘটনায় মামলা প্রত্যাহার করতে প্রক্টর চাপ প্রয়োগ করেননি: ঢাবি প্রশাসন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৫, ১০:১৬ PM

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার ঘটনায় প্রক্টর অফিসে ওই শিক্ষার্থী যোগযোগ করলেও কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে দাবি করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি ভুল, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় এলাকায় এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার ঘটনায় নারী শিক্ষার্থীর করা মামলা প্রত্যাহার করতে ঐ নারী শিক্ষার্থীকেই অনুরোধ বা চাপ প্রয়োগ করেছে। ছড়িয়ে পড়া তথ্যটি ভুল, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে ছড়ানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডি গতকাল থেকে শিক্ষার্থীর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে হেনস্তাকারীকে তাৎক্ষণিক থানায় প্রেরণ করেছে এবং মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছে।’
আরও বলা হয়েছে, ‘ঘটনাটির বিষয়ে যথাযথ তদন্ত করার জন্য ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’