স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়  © টিডিসি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন। পরে দুপুর ১২টায় একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যলয়ের প্রধান ফটক ডেইরি গেট-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শুরু করে সাড়ে ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালীন সময়ে ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’; ‘এক দুই তিন চার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’; ‘সারাদেশে ছিনতাই কেন, প্রশাসন জবাব চাই’; ‘রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’; ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদী ছাইড়া দে’; প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ইউজিসি সচিবের বাসার গলিতে চাকুরিচ্যুতের দাবিতে ব্যানার

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ২ হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের আকাঙ্ক্ষা ছিল দেশের মানুষ সুশাসন ফিরিয়ে পাবে। দেশে মানবাধিকার থাকবে, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা থাকবে। কিন্তু দেশে প্রতিনিয়ত ধর্ষণ, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সার্বিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা চাই সরকার দেশের মানুষের সার্বিক নিরাপত্তা প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।’

জাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুজ্জামন উজ্জ্বল বলেন, ‘সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। গণ-অভ্যুত্থানের পর রাতের বেলা সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে দ্রুত পদত্যাগ করুন। আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে নেব। অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন এলাকায় জুলাই আন্দোলন কারীদের উপর যখন বর্বর হামলা চলছিল, তখন তিনি ডেভিল হ্যান্টের নামে বিপ্লবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছেন।’

আরও পড়ুন: গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো আওয়ামী দোসররা বহাল রয়েছে। তাদের দ্রুত চাকরিচ্যুত করতে হবে। সারাদেশে খুন, ধর্ষণ ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আজকের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে।’

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘ছাত্র-জনতার অভ্যত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার সরকার দায়িত্ব গ্রহণ করে। কিন্ত জনগণ যে আকাঙ্ক্ষা থেকে এই সরকার কে দায়িত্ব দিয়েছে তারা সে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দেশে ধর্ষণ, খুন, সন্ত্রাস, ছিনতাই প্রতিনিয়ত ঘটছে, যা এই সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার পরিচয়। সরকারের কাছে বলব, যথাযথ পদক্ষেপ নিতে যদি কোনো নির্দিষ্ট মহল বাধা দেয়, তাহলে আপনারা জনগণের কাছে তা পরিষ্কার করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যথাযথ পদক্ষেপ নেন। দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়ন করতে না পারলে আমরা সাধারণ শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের ডাক দেব।’


সর্বশেষ সংবাদ