আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাবিতে গানের মিছিল 

গানের মিছিল
গানের মিছিল  © টিডিসি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গানের মিছিল ‘কণ্ঠ মুক্তির গান’ আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর থেকে গানের মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি পরিবহন চত্বর দিয়ে মেয়েদের হল হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষে জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয়।

গানের মিছিলে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, ‘ওরা আমার মুখে ভাষা কেড়ে নিতে চায়’, ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ প্রভৃতি দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, “আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘কণ্ঠ মুক্তির গান’ নামে গানের মিছিল করেছি। সেখানে আমরা মূলত প্রতিটি জাতিগোষ্ঠীর মায়ের ভাষায় কথা বলবার, লিখবার যে স্বাধীনতা তার বার্তা  দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে পৃথিবীর প্রত্যেক ভাষা ও সংস্কৃতির উপর যেকোনো ধরনের আগ্রাসন ও প্রতিবন্ধকতার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানাই।’

আরও পড়ুন: রাজনৈতিক দলের ভুল হওয়া স্বাভাবিক, ক্ষমা চাওয়া উদারতা : ইবি শিবির সভাপতি

বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি  বলেন, ‘৫২ সালের একুশ থেকে আমরা দেখতে পাই যুগে যুগে যতবার আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে আমরা প্রতিবারেই লড়াই সংগ্রাম করেই অধিকার প্রতিষ্ঠিত করেছি। সবাই মিলে গান গাওয়ার মাধ্যমে আমরা সবাইকে এই বার্তা দিতে চাই, যতবার আমাদের কণ্ঠ রোধ করা হবে ততবারই আমরা আমাদের মাতৃভাষায় কণ্ঠ মেলে প্রতিরোধ গড়ে তুলব।’

তিনি আরও বলেন, ‘আমাদের গণ অভ্যুত্থানের মূল ভিত্তিই হলো বায়ান্ন এবং একাত্তর। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সকলেই যাতে নিজ নিজ মাতৃভাষায় জ্ঞানচর্চার মাধ্যমে আমাদের দেশকে আরও উন্নত করতে পারি। আমরা নতুন বাংলাদেশে কারও মাতৃভাষার ওপর কোনো অন্যায় হস্তক্ষেপ দেখতে চাই না।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence