ঢাবির টেলিভিশন বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাবির টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা
ঢাবির টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা   © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। 

অনুষ্ঠানের শুরুতে বিভাগ নিয়ে নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এর মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা তাদের বক্তব্য দেন। 

বিভাগীয় চেয়ারম্যান এস এম ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির ও খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা খাজা নাঈম মুরাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন, চলচ্চিত্র ও ফোটোগ্রাফি বিভাগের প্রভাষক খন্দকার রুবাইয়াত মুরসালিন।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অর্ধযুগপূর্তি উদযাপন

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি শিল্পের প্রসার ও আধুনিকায়নে এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা কার্যকর ভূমিকা পালন করতে পারেন। শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এসব শিল্পের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে বিভাগের সম্পৃক্ততা বাড়াতে হবে। 

চলচ্চিত্র অভিনেতা খাজা নাঈম মুরাদ নিজের বক্তব্যে বিভাগের শিক্ষার্থীদের প্রতি চলচ্চিত্র-জগতে বড় অবদান রাখতে পারার অপার সম্ভাবনা নিয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেন। 

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রাশেদা ইরশাদ নাসির নিজ বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন। বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন শিক্ষার্থীদের সৃজনশীল হওয়ার পাশাপাশি পরিশ্রমী হওয়ার প্রতি জোর দেন। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের জীবনমুখী বিভিন্ন দিকনির্দেশনা দেন।  বক্তব্যে তিনি ১৩ বছরের যাত্রাপথে বিভাগের অর্জনগুলোও সামনে তুলে ধরেন।

আরও পড়ুন: হামলায় জড়িত থাকা বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মী মেহেদী গ্রেফতার

এরপর টিএফপি ফোটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত টিএফপি ফোটোগ্রাফি কনটেস্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পরবর্তী ধাপে অনুষ্ঠানে শিক্ষার্থীদের বানানো চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এরপর টিএফপি ফিল্ম ক্লাবের পক্ষ থেকে সেরা ডিরেক্টর, সেরা সিনেমাটোগ্রাফার, সেরা এডিটর, সেরা সাউন্ড ডিজাইনারসহ মোট ১১টি ক্যাটাগরিতে সেরা শিক্ষার্থীদের ক্রিয়েটিভ এক্সসিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ ধাপে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সর্বশেষ সংবাদ