রাবি সমন্বয়ক নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের মানববন্ধন
স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের মানববন্ধন  © টিডিসি

রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় গতকাল মঙ্গলবার রাতে অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ। এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। আজ বুধবার (২২ জানুয়ারি) এ মানববন্ধন করা হয়।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রাশেদ রাজন বলেন, ‘রাষ্ট্র সংসারে ভূমিকা পালন করা যোদ্ধাদের ওপর ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় হামলার হুমকি-ধমকি আসছিল। এ সিস্টেমকে যারা পরিবর্তন করতে চেয়েছে, রাষ্ট্রসংস্কারে যারা অগ্রণী ভূমিকা পালন করছে, তাদের ওপর পূর্বপরিকল্পিত হামলার ষড়যন্ত্র চলছিল। তারই বহিঃপ্রকাশ আমরা কালকে রাতে দেখেছি। নুরুল ইসলাম শহীদের ওপর যে হামলা হয়েছে, তা খুবই দুঃখজনক ও ন্যক্কারজনক।’

তিনি আরও বলেন, ‘একজন সামনের সারির যোদ্ধার ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। অতিদ্রুত এর বিচার করতে হবে। এর বিচার না হলে আগামীর যে সম্প্রীতির বাংলাদেশ, জবাবদিহিতার  বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, তা প্রশ্নবিদ্ধ হবে।’

আরও পড়ুন: এক বছরে ঢাকা কলেজে বাস আটক ৬৭টি, ঘটনা রোধে শিক্ষার্থীরা চান কার্যকর সমাধান

এ হামলার প্রতিবাদ জানিয়ে সংগঠনটির সভাপতি মেহেদী সজিব বলেন, ‘জুলাই আন্দোলনের ক্রান্তিকালে শত শত শিক্ষার্থীকে ডেকেছিলাম আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য, তার মধ্যে ১৭ জন সাড়া দিয়েছিল, তাদের একজন নুরুল ইসলাম শহীদ। সে ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদকে উৎখাত করতে জীবন বাজি রেখে আমাদের সঙ্গে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। গতকাল রাতে নগরীর হেতেমখাঁ এলাকায় তার ওপর যে হামলা হয়েছে, এতে প্রমাণ করে অতিসত্বর আমি আপনিসহ বিপ্লবী সবার ওপরে এ হামলা ধেয়ে আসছে। যারা এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলতে ভূমিকা রেখেছিলাম তাদের জন্য এটি একটি বার্তা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রশাসনকে বলতে চাই, যারা নুরুল ইসলাম শহীদের ওপর হামলার মতো ঘৃণ্য অপরাধ করেছে তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনুন। শুধু একটি সরকারকে নামানোর জন্য আমাদের হাজারো ভাই জীবন দেয়নি। এ দেশের প্রতিটি স্তর সংস্কার করা আমাদের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ হবে আপামর জনসাধারণের নতুন বাংলাদেশ। স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আবেদন রাখতে চাই, যারা জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, এভাবে নুরুল ইসলাম শহীদরা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আপনাদের চেয়ারও কিন্তু বেশি দিন টিকে থাকবে না। আপনাদের চেয়ারের মেয়াদ আমাদের নিরাপত্তার ওপর নির্ভর করছে।’

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দাবিতে স্থানীয় ছাত্রসমাজের মানববন্ধন

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় ২০-২৫ জন দুর্বৃত্ত কতৃক অতর্কিত হামলার শিকার হন নুরল ইসলাম শহীদ। রড, পাইপ ও লাটি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence