ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে ‘ফুড কনটেইনার বক্স’ স্থাপন

ফুড কনটেইনার বক্স স্থাপন
ফুড কনটেইনার বক্স স্থাপন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে খাবার পাত্র জীবাণুমুক্ত রাখতে শাখা ছাত্রদলের উদ্যোগে ‘ফুড কনটেইনার বক্স’ স্থাপন করা হয়েছে। ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খানের উদ্যোগে নেতাকর্মীরা আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসের মিলন চত্বর, হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরি, শাহবাগ এবং চারুকলায় বক্সগুলো স্থাপন করা হয়।

জানা যায়, ঢাবির হাকিম চত্বর, শ্যাডো ও সেন্ট্রাল লাইব্রেরির সামনে খাবার দোকানগুলোয় সব সময়ই থাকে শিক্ষার্থীদের আনাগোনা। বিশেষ করে দুপুরের খাবার খেতে অনেকেই বেছে নেয় এ স্থানগুলো। কিন্তু খাবার খাওয়ার পর প্লেটগুলো খোলা স্থানে রাখার ফলে ধুলাবালি ও জীবাণু দ্বারা সংক্রমিত হয়। অনেক সময়ই কুকুর, বিড়াল ও কাক সেগুলো স্পর্শ করলে প্লেটগুলো অস্বাস্থ্যকর হয়ে পড়ে।

ফুড কনটেইনার বক্স স্থাপনের মাধ্যমে খাবার প্লেটগুলো প্রাথমিকভাবে জীবাণুমুক্ত থাকবে বলে জানায় ছাত্রদল। পাশাপাশি এরকম আরও উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনটির নেতারা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৬নং দফায় বলা হয়েছে ‘সবার জন্য স্বাস্থ্য’ এই নীতির বাস্তবায়ন করা হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই নীতি অবলম্বন করে “হাইজিন ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স অ্যাগেইনস্ট ইলনেস” এই স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার প্রতি জোর দিতে প্রাথমিকভাবে খাবারের পাত্রগুলোকে জীবাণুমুক্ত রাখতে ‘ফুড কনটেইনার বক্স’ স্থাপন করে আমাদের আইডিয়াটুকু সাধারণ শিক্ষার্থীদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আশা করি, শিক্ষার্থীরা তাদের খাবার পাত্র খাবার শেষে যেখানে সেখানে না ফেলে এই বক্সে রাখবে। একইসাথে, পুরো বিশ্ববিদ্যালয় জোড়ে প্রয়োজনীয় সংখ্যক ফুড কনটেইনার বক্স স্থাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।


সর্বশেষ সংবাদ