নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাবি ছাত্রদলের মানববন্ধন

জাবিতে ছাত্রদলের  মানববন্ধন
জাবিতে ছাত্রদলের মানববন্ধন  © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পতিত সরকারের আমলে গুম-খুনের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রদলের একদল নেতাকর্মী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিও জানান তারা। 

শাখা ছাত্রদলের পদপ্রত্যাশী ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের দুঃশাসন, গুম-খুনের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এই ধারা থেকে বের হয়ে নতুন বাংলাদেশ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এ কাজ করে যাবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেড় হাজারের বেশি নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের গুম ও খুনের শিকার হয়েছেন। অবিলম্বে এই সরকারকে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন: জাবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তিনি বলেন, ‘আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে অঙ্গীকারবদ্ধ যে ছাত্রলীগ যে ধরনের অপরাজনীতি করে গিয়েছে, তাদের মতো ছাত্রদল কখনোই করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করবে।’

আরেক পদপ্রত্যাশী নেতা এম আর মুরাদ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিবছরের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে। আমরা দীর্ঘদিনের গুম-খুনের রাজনীতি থেকে বের হতে পেরেছি। গত স্বৈরাচার সরকার আওয়ামী লীগ ও এর বসানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের ন্যায্য বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই।’

আরও পড়ুন: জাবিতে ছাত্রশিবিরের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

এ সময়ে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের পদপ্রত্যাশী নিশাত আব্দুল্লাহ, মো. শরিফুল ইসলাম, জিল্লুর রহমান, মো. রফিকুল ইসলাম,  রোকনুজ্জামান, হাসান হাবিব, সাকিব আহমেদ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, পিন্টু গোয়ালা, সাইফুল ইসলাম রনি, জহিরুল ইসলাম অয়ন, আকিমুল ইসলাম, রিফাত মাহমুদ, সায়দার রহমান সোহান,  মিরাজুল ইসলাম, আখতারুজ্জামান, আল মামুন, আহমেদ শিমুল,  আল ইমরান, মাসুদ রানা পাইলট মিস্টো, শান্ত হাসান, নাঈম আহমেদ, মেহেদী হাসান, তাওফিকুর রহমান, সাজ্জাদুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence