তোফাজ্জল হত্যার ঘটনায় ঢাবির তদন্ত কমিটি, প্রতিবেদন সন্ধ্যায়

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
তদন্ত কমিটি ও তোফাজ্জল

তদন্ত কমিটি ও তোফাজ্জল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে কমিটিকে তদন্ত প্রদিবেদন জমা দিতে বলা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন-আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক ড. এম এম তৌহিদল ইসলাম, সহকারী প্রক্টর (বিজ্ঞান অনুষদ) এ. কে. এম. নূর আলম সিদ্দিকী।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জাল নামে ভারসাম্যহীন ওই তরুণকে দফায় দফায় মারধর করা হয়। হত্যার আগে নিহত তরুণকে ভাত খেতে দিয়েছিল হলের শিক্ষার্থীরা। 

নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটার কাঠালতলি ইউনিয়নে বলে জানা গেছে। 

হল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা। একপর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় মারধর করা হয় বলে জানা গেছে।

রাত ১০টার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা সেখানে রেখেই সরে যায়।

জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,  নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা থেকে পুলিশ এসেছিল। পরবর্তী কার্যক্রম তারাই এগিয়ে নেবে।

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু
  • ০২ জানুয়ারি ২০২৬
মেডিকেল অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ৮ জানুয়ারি
  • ০২ জানুয়ারি ২০২৬
গণঅভ্যুত্থানের ১৭ মাস পেরিয়ে গেলেও হাসপাতালের বিছানাবন্দি ছ…
  • ০২ জানুয়ারি ২০২৬
রাতে ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
  • ০২ জানুয়ারি ২০২৬
আন্দোলনে বছরজুড়ে আলোচনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ০২ জানুয়ারি ২০২৬
কারা থাকছে বিশ্বকাপ স্কোয়াডে, আলোচনায় নতুন-পুরাতন মুখও
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!