অনশনরত আখতার অজ্ঞান, ভর্তি ঢাকা মেডিকেলে

১৮ অক্টোবর ২০১৮, ০২:১০ PM
হাসপাতালে ভর্তি অজ্ঞান আখতার

হাসপাতালে ভর্তি অজ্ঞান আখতার © টিডিসি ফটো

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জ্ঞান হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থী আখতার হোসেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আখতারের অনশন ভাঙাতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। তখন প্রক্টরের সাথে আরো উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ সময় প্রক্টর আখতারের সাথে কথা বলার চেষ্টা করেন এবং অনশন ভাঙার জন্য ডাবের পানি পান করাতে জোরাজুরি করেন। তখন তিনি অনশন ভাঙাতে অসম্মতি জানান। এক পর্যায়ে বেশি জোরাজুরি করলে প্রক্টরের উপস্থিতিতেই হাত-পা ছুড়াছুড়ি করে অজ্ঞান হয়ে পড়েন তিনি। তখন তার সহপাঠী বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে  হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর কক্ষে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। 

‘ঘ’ ইউনিটে পরীক্ষার পূর্বেই প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিলের দাবিতে গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন শুরু করেন আখতার হোসেন। তিনি বিশ্ববিদ্যোলয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী ‘দ্যা ডেইলি ক্যম্পাসকে’ বলেন, আমরা তাকে বুঝাতে গিয়েছিলাম। প্রশ্ন ফাঁসের বিষয়টি আমরা পর্যালোচনা করছি বলে তাকে বুঝেয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশের বাইরে আছেন। সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। সে অসুস্থ্ বোধ করছে বলে আমরা তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করেছি। সে এখন ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছে। 

৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9