সৌদি সরকারের আমন্ত্রণে ওমরাহ পালনে গেলেন ঢাবির তিন শিক্ষার্থী

ওমরাহ পালনের সুযোগ পাওয়া ঢাবির তিন শিক্ষার্থী
ওমরাহ পালনের সুযোগ পাওয়া ঢাবির তিন শিক্ষার্থী   © সংগৃহীত

সৌদি সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে পবিত্র ওমরাহ পালন করতে গেলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের আরবি বিভাগের তিন শিক্ষার্থী। তারা হলেন- মাস্টার্সের ইজাজুল হক, মোহাম্মদ রইস উদ্দিন এবং ৩য় বর্ষের হামিদা ইসলাম। 

বুধবার তারা সৌদি আরবে পৌঁছেছেন, বিষয়টি নিশ্চিত করেছেন আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।

জানা গেছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সউদের মেহমান শীর্ষক প্রোগ্রামের অংশ হিসেবে  ঢাবির আরবি বিভাগের তিন শিক্ষার্থীসহ  বাংলাদেশ থেকে ৩০ গুণীজন ওমরাহ আমন্ত্রণ পেয়েছেন। বিশ্বব্যাপী ১ হাজার ইসলামী চিন্তাবিদ, পেশাবিদ, শিক্ষার্থীকে এই প্রকল্পের অধীনে সৌদি সরকার রাজকীয়ভাবে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে। 

সফরে অংশ নেওয়া ঢাবির আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইজাজুল হক বলেন, 'আরবি বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে ঢাকাস্থ সৌদি দূতাবাসের এই রাজকীয় আমন্ত্রণ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সৌদি আরবের এই আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করতে পেরে আমি গর্বিত। পবিত্র দুই শহর ভ্রমণ, পবিত্র ওমরাহ পালন এবং মহানবী (সা.)-এর রওজা পাক জিয়ারত আমার কাছে স্বপ্নের মতো।'

আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আদ-দুহাইলান একজন মননশীল চিন্তার মানুষ। তিনি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের নতুন যুগের সূচনা করেছেন। এই ওমরাহ প্রকল্পে অন্যান্য পেশাবিদদের সঙ্গে ঢাবিসহ দেশসেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে নতুন প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন। আমাদের শিক্ষার্থীদের এতে অংশগ্রহণ আমাদের আনন্দিত করেছে।'


সর্বশেষ সংবাদ