প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি নিচ্ছে ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীন প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহবান করা হয়েছে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি।

যেসব বিষয়ে আবেদন করা যাবে: মাস্টার্স ইন সোশ্যাল ওয়েলফেয়ার উইথ স্পেশালাইজেশন ইন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক (সিএসডব্লিউ), ভিকটিমোলজি অ্যান্ড রিস্টোরেটিভ জাস্টটিভ (ভিআরজে), গারনোটলজি অ্যান্ড জিনেরেটিক ওয়েলফেয়ার (জিজিডব্লিউ) এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার স্টাডিজে (আইআরএলএস) শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। সিএসডব্লিউ, ভিআরজে, জিজিডব্লিউ এবং আইআরএলএস তিন সেমিস্টারে কোর্স। 

কোর্সের মেয়াদ : ০১ বছর ০৬ মাস (৩ সেমিস্টার)।

আবেদনের যোগ্যতা
*এসব কোর্সে আবেদনের যোগ্যতা স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে (৪ পয়েন্ট স্কেলে) ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।  শিক্ষা জীবনের কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকা যাবে না;
*কলা, সামাজিক বিজ্ঞান বা বিজনেস স্টাডিজের যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) অথবা আইন, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, কম্পিউটারবিজ্ঞান, লেদার টেকনোলজি, পুলিশ সায়েন্স, গার্হস্থ্য অর্থনীতি, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মেডিসিন, নার্সিং, ফিজিওথেরাপি, অকুপেশনাল বা ল্যাঙ্গুয়েজ থেরাপি অথবা ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা উল্লিখিত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে স্নাতক (সম্মান) পাস;
*ডিগ্রি পাস করা শিক্ষার্থীদের সরকারি, আধা সরকারি বা উন্নয়ন সংস্থায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১৫০০(এক হাজার পাঁচশত) টাকা।

সম্ভাব্য লিখিত পরীক্ষার তারিখ ১৬ ফেব্রুয়ারি; বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ওয়েবসাইট লিংক: https://www.du.ac.bd/body/ISW


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence