চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিয়োগের ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহবান

২১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন ও বাংলা বিভাগের ৯ শিক্ষক নিয়োগের ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেইসাথে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে জনমতে বিভ্রান্তি সৃষ্টি না করারও আহবান জানিয়েছে প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৯৯৪ সালের ১৮ অগাস্টে অনুষ্ঠিত ২৮৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগে/ইনস্টিটিউটে কোনো শিক্ষকের পদ খালি হওয়ার তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক, পরিকল্পনা কমিটির মাধ্যমে পদটি বিজ্ঞাপন দেওয়ার জন্য রেজিস্ট্রারকে অনুরোধ না করলে সেই ক্ষেত্রে উপাচার্যকে পদটির বিজ্ঞাপন দেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে।

শিক্ষক নিয়োগ নিয়ে রেজিস্ট্রার দপ্তর থেকে তাগাদাপত্র দেয়ার পরও বাংলা ও আইন বিভাগের পরিকল্পনা কমিটি থেকে সুপারিশ না করায় ওই ক্ষমতাবলে উপাচার্য এই দুই বিভাগে শিক্ষক নিয়োগ দিতে শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত দিয়েছেন। এই প্রক্রিয়া অনুসরণ করে অতীতেও বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ হয়েছে।’

ব্যাখ্যায় আরও বলা হয়, ‘আইন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড শুরুর আগে (রোববার ১৭ ডিসেম্বর) উপাচার্য দপ্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্বে থাকা কতিপয় শিক্ষক অনুপ্রবেশের মাধ্যমে হট্টগোল সৃষ্টি করে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করা অত্যন্ত গর্হিত কাজ, যা দৃষ্টিকটুও বটে। কতিপয় শিক্ষক এ সময় আগত প্রভাষক প্রার্থীদের অপেক্ষমাণ কক্ষে অবস্থান করে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করেন এবং ভয়ভীতিও প্রদর্শন করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী কমিটির কতিপয় সদস্যের এহেন আচরণ শিক্ষক সুলভ আচরণের পরিপন্থি। সংঘটিত এ ঘটনাটি অপ্রত্যাশিত, অনভিপ্রেত ও আইনসঙ্গত নয় বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে।

এতে আরও বলা হয়, বাংলা বিভাগে ‘যোগ্যতা শিথিল করে’ প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের যে খবর সংবাদমাধ্যমে এসেছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর’ 'কলা অনুষদ কর্তৃক নির্ধারিত সিজিপিএ এর ভিত্তিতেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে ১৯৭৩ এর অ্যাক্টকে সমুন্নত রেখে প্রচলিত বিধিবিধান মেনে বিশ্ববিদ্যালয়ে সু-শাসন নিশ্চিত করে অ্যাকাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন তরান্বিত করে চলেছে। কেউ কেউ তাতে ‘ঈর্ষান্বিত হয়ে’ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে উপাচার্য দপ্তরে প্রবেশ করে ‘আপত্তিকর ঘটনা ঘটিয়েছে' মন্তব্য করা হয়েছে ব্যাখ্যায়।

বিশ্ববিদ্যালয়ের মত একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান নিয়ে এ ধরনের ‘বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যেপ্রণোদিত’ সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার অনুরোধ জানানো হচ্ছে বলে উল্লেখ করা হয়। 

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর আইন ও বাংলা বিভাগের শিক্ষক নিয়োগের বিতর্কিত বোর্ড বাতিলের দাবিতে উপাচার্য বরাবর চিঠি দিয়ে সাক্ষাৎ করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। পরবর্তীতে উপাচার্যের বাসভবনে অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে ধারাবাহিক আন্দোলনে নামে শিক্ষক সমিতি। এর অংশ হিসেবে তিন দিন অবস্থান কর্মসূচি পালন শেষে আজ প্রতীকী অনশন পালন করবেন শিক্ষক সমিতি। 

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9