বিজয় দিবসের প্রীতিভোজে ইসরাইলি পণ্য বয়কটের ডাক জাবি শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)  © সংগৃহীত

বিজয় দিবসের প্রীতিভোজে ইসরায়েল সমর্থনকারী কোম্পানির বাজারজাতকৃত পানীয় বয়কটের দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা। 

প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ে প্রতিটি হলে ১৬ই ডিসেম্বর প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। তবে এবারের আয়োজনে উঠে এসেছে ভিন্নধর্মী প্রতিবাদ। ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ হলগুলোতে ১৬ই ডিসেম্বরের ফিস্টে সেভেন আপ, কোকাকোলা, স্প্রাইট, মাউন্টেন ডিউ পানীয় বয়কটের বিষয়টি উঠে এসেছে শিক্ষার্থীদের মধ্য থেকে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ দাবির জানান দিয়েছেন তারা। ফেসবুকে শেয়ার করা অর্ধ শতাধিক স্ট্যাটাস পর্যালোচনা করে এমনটি দেখা গেছে। এতে ইসরায়েলি পানীয়ের বিকল্প হিসেবে অন্য পানীয় চেয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে নিজেদের বিজয়ের দিনে আরেক দেশের নিপীড়িতদের বিজয় বা তাদের উপর চলমান নিপীড়ন কমাতে এ পদক্ষেপ নিতে  শিক্ষার্থী ও কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্য জার্মানিতে কেন পড়াশোনা করবেন?

ইংরেজি বিভাগের চূড়ান্ত পর্বের শিক্ষার্থী তাহেরা সিদ্দিকা বলেন, ‘আমরা হয়তো ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করতে পারছিনা বা ফিলিস্তিনি নির্যাতিত মানুষের জন্য অনেক বড় কিছু করতে পারছি না, কিন্তু আমরা চাইলেই বিজয় দিবসের দিনে ইসরাইলি পানীয় বয়কট করতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয় হলগুলোতে যদি আমরা এটি চালু করতে পারি পরবর্তীতে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও আমাদের দেখে উৎসাহিত হতে পারে।’

জাবির মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী মোস্তফা মনোয়ার সিদ্দিকী সাগর এ উদ্যোগকে  সাধুবাদ জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে আমরা যদি দেখি ইজরাইল ফিলিস্তিনের উপর যেভাবে নির্মম অত্যাচার চালাচ্ছে সেটা অবশ্যই অমানবিক। তাই আমরা এর প্রতিবাদস্বরূপ ইসরায়েলি সমর্থনীয় কোম্পানির পণ্যকে বয়কট করে আমাদের দেশি পণ্যকে ব্যবহার করতেই পারি।’

এ ব্যাপারে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নিগার সুলতানা বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা এবং হল প্রশাসন যদি চায় তাহলে তারা এ পদক্ষেপ গ্রহণ করতে পারে। এটা সাধারণ শিক্ষার্থী এবং হল প্রশাসনের বিষয়। এ বিষয় আমার কিছু বলার নেই।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence