চবির শাটল ট্রেনে ১২ ছিনতাইকারী, একজন আটক

চবির শাটল ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা করেছে ১২ ছিনতাইকারী
চবির শাটল ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা করেছে ১২ ছিনতাইকারী  © টিডিসি ফটো

চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস অভিমুখী শাটল ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে ১২ ছিনতাইকারী। বৃহস্পতিবার রাতে ষোলশহর স্টেশনে পৌঁছালে ১২ সদস্যের একটি ছিনতাইকারী চক্র শাটল ট্রেনে উঠে এ ছিনতাইয়ের চেষ্টা চালায়।

এ সময় শিক্ষার্থীরা কৌশলে একজনকে ধরে ফেলে। তাকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সে নিয়ে আসে শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে রেলওয়ের থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। ছিনতাইকারীদের একজনকে রেলওয়ে পুলিশের কাছ হস্তান্তর করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, যারা শাটল ট্রেনে বিভিন্ন সময় ছিনতাই, হয়রানির শিকার হয়েছে তারা  প্রক্টর অফিসে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।


সর্বশেষ সংবাদ