রমজানে রাবিতে অফিসের নতুন সময়সূচি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০২:৪৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
আসন্ন রমজান মাস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে এ প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
প্রজ্ঞাপন বলা হয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।
আর দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত খাওয়া ও যোহরের নামাজের বিরতি থাকবে। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্রবার ও শনিবার বহাল থাকবে।
আরও পড়ুন: রুয়েট, কুয়েট ও চুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
এদিকে পবিত্র রমজানে সব সরকারি, আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার রমজান মাসে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।