ঢাবি থেকে ইভটিজার ও ভুয়া ডিবি আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০২:১৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে বহিরাগত এক যুবককে আটক করা হয়েছে। এছাড়া ভুয়া ডিবি পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের রাসেল টাওয়ারের সামনে থেকে বহিরাগত আরও এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (১২ মার্চ) রাতে তাদের পৃথক পৃথক সময়ে আটক করা হয়। পরে তাদের উভয়কে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।