বিরতি দিয়ে রাবির মূল ফটকে ফের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

  © টিডিসি ফটো

দুই ঘন্টা বিরতির পর আবারও প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

রোববার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মূল ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ আন্দোলনে অংশ নেন।

আরও পড়ুন: ৫০০ আসামি করে রাবি প্রশাসনের মামলা, গ্রেপ্তার ১

এর আগে দুপুর সাড়ে ১২টায় প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ২টার দিকে তারা ক্যাম্পাসে ফিরে যান। তবে সোয়া ২টায় আবারও আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। সর্বশেষ বেলা সোয়া ৪ টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলে ফিরে গেলেও সাড়ে ৫টায় আবারো একত্রিত হন। এদিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবরোধ থাকায় যানবাহন চলাচল বন্ধ আছে।

আন্দোলনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানান। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- অনতিবিলম্বে প্রক্টর অধ্যাপক আসাবুল হককে অপসারণ করতে হব; সকল সাধারণ শিক্ষার্থীকে নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইডি কার্ড ব্যতীত প্রবেশ নিষেধ করতে হবে; হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও  প্রশাসন বাদি হয়ে তাদের মামলা করতে হবে; শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে হবে; আহতদের সকল প্রকার চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে;সাধারণ শিক্ষার্থীদের উপরে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপকারী বিজিবি/পুলিশদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে প্রায় ২ঘন্টা যাবত অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার বাস ভবনে পৌঁছে দিয়ে আসেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence