নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জাবি উপাচার্যের অভিনন্দন
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ PM
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করে অধ্যাপক ড. নূরুল আলম বলেন, নব নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাময় ও কর্ম অভিজ্ঞতায় দেশ ও জাতি ঋদ্ধ হবে। তিনি বাংলাদেশের জনমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিভূ হয়ে উঠবেন।
এর আগে মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। আর কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। গতকাল বিকেলে ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।