ঢাবিতে বাংলার রুমি ট্রাস্ট ফান্ড গঠন

বাংলার রুমি ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তর অনুষ্ঠান
বাংলার রুমি ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তর অনুষ্ঠান  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ‘বাংলার রুমি ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে ট্রেড সার্ভিস ইন্টারন্যাশনাল-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদুল হক ১০ লাখ টাকার একটি চেক আজ ১১ জানুয়ারি ২০২৩ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, কয়েকজন শিক্ষক ও আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ঢাবিতে ‘কনসার্ট ফর উষ্ণতা’ বৃহস্পতিবার

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বি.এ (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ১ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে জাগ্রত করার ক্ষেত্রে এই ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, মরমী-ভাব দার্শনিক ও সফল সুফি গবেষক বাংলার রুমি সৈয়দ আহমদুল হক ১৯১৮ সালের ২ সেপ্টেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জন্ম গ্রহণ করেন এবং ২০১১ সালের ৫ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন। তাঁর পূর্ব পুরুষগণ পবিত্র মক্কানগরী থেকে বাংলাদেশে এসেছিলেন। মাওলানা হামিদ উল্‌লা খানের চট্টগ্রামের ইতিহাস ‘আহাদীস উল খাওয়ানীন’ এ দেখা যায় চট্টগ্রামের বিশিষ্ট তেত্রিশ পরিবারের মধ্যে সৈয়দ হকের পরিবার বিশেষ সম্মানজনকভাবে স্বীকৃত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence