আইডিএফ কর্তৃক পদক পাওয়ায় প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন

আইডিএফ কর্তৃক পদক পাওয়ায় প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন
আইডিএফ কর্তৃক পদক পাওয়ায় প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন  © টিডিসি ফটো

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস' ঘোষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধিতে ভূষিত হওয়া রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব বিশেষ করে স্বাস্থ্যখাতে গৃহীত নীতি ও সাফল্যের স্বীকৃতি। এ উপাধি অর্জনে আমরা সকলে আনন্দিত এবং গর্বিত। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান সূচক এ উপাধি দেওয়া হয়। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর পক্ষে এ সম্মাননা পত্র গ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ