ঢাবিতে আবরারের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

হামলায় সমাবেশও পণ্ড হয়ে গেছে
হামলায় সমাবেশও পণ্ড হয়ে গেছে  © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে ছাত্র অধিকার পরিষদেরও কয়েকজন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (৭ অক্টোবর) বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এতে সংগঠনটির সমাবেশও পণ্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সমাবেশস্থলে থাকা চেয়ার ভাঙচুর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুড়িয়ে দেওয়া হয় ব্যানার-ফেস্টুনও। এতে পণ্ড হয়ে গেছে ছাত্র অধিকার পরিষদের ডাকা সমাবেশ।

জানা যায়, ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ নামে এ সংগঠনের কর্মসূচিটি ছিল বেলা সাড়ে ৩টায়। এরপর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে বেলা সাড়ে ৪টায় একই বিষয়ে কর্মসূচি করার কথা ছিল। তবে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচির শুরুর আগেই সংগঠনটির নেতাকর্মী চলে আসায় আগে শুরু হওয়া কর্মসূচিতে তারাও অংশ নেন।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরুর পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের অন্তত ১০ জন আহত ও দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

হামলার বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, বুয়েটের আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বহিরাগতরা অবস্থান নেয়। প্রক্টরিয়াল টিম তাদের অবস্থানের কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা এসে বহিরাগতদের পরিচয় জানতে চাইলে জানা যায় তাদের কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না।

তিনি বলেন, প্রক্টরিয়াল টিমের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতে প্রক্টরিয়াল টিম তাদের পরিচয় জানতে চাইলে তারা একটা উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এক পর্যায়ে তারা সাধরণ শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে।

এর আগে, ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে তার কক্ষ থেকে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


সর্বশেষ সংবাদ