আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে দেশের ১৭৫ বিশ্ববিদ্যালয়ের অবস্থান খুব ভালো নয়: ইউসিজি চেয়ারম্যান

  © জনসংযোগ

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে সম্মানজনক স্থান পেতে গুণগত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। এছাড়া, তিনি সমাজের চাহিদা নিরুপণের করে গবেষণার মাধ্যমে যথাযথ সমাধান বের করতে গবেষকদের আহ্বান জানান। 

‘দেশের সব বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) প্রতিষ্ঠা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ আজ মঙ্গলবার (১৭  ডিসেম্বর) এই কর্মশালা আয়োজন করে। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও সচিব ড. মো. ফখরুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফায়েজ বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশে এখন ১৭৫টি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। শিক্ষার বিস্তারের দিকে থেকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয় হলেও মান নিয়ে সব সময় আমাদেরকে (ইউজিসি) প্রশ্নের মুখে পড়তে হয়। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এসব বিশ্ববিদ্যালয়ের অবস্থানও খুব ভালো নয়। মানসম্মত শিক্ষা ও প্রয়োগিক গবেষণা নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো স্থান অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি বলেন, অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এসব কাজে ইউজিসি সর্বতোভাবে সহযোগিতা করবে তিনি সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।

প্রফেসর ফায়েজ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জেন-জি আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাঁদের চাহিদা বোঝা, আবেগ-অনুভূতির প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন এবং দক্ষ করে গড়ে তুলতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। 

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর আনোয়ার হোসেন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও গবেষণার গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির অবস্থান নির্ধারণে আইকিউএসি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আইকিউএসি হচ্ছে কোয়ালিটির বেঞ্চমার্ক এবং শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে গড়ে তোলার নিয়ামক। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিশ্চিত করতে আইকিউএসি’র কোন বিকল্প নেই বলে তিনি জানান। 

ড. ফখরুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করা ও র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আইকিউএসি প্রতিষ্ঠা করা প্রয়োজন। বর্তমানে ১৩৬টি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি প্রতিষ্ঠা করা হয়েছে বলে তিনি জানান। 

ইউজিসি’র কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড র‍্যাঙ্কিং বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ২৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাদের মনোনীত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড র‍্যাঙ্কিং বিভাগের অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিক আইকিউএসি প্রতিষ্ঠার চিত্র, গঠন কাঠামো ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সেলের গুরুত্ব তুলে ধরেন। কর্মশালায় এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, উপপরিচালক মোহাম্মদ মনির উল্লাহ, মোহাম্মদ ইউসুফ আলী খান, মোরশেদ আলম খোন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ