কারিগরি শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয় সংযোজন বাধ্যতামূলক করল শিক্ষা বোর্ড
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৬:২৩ PM

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক বিষয় সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হয়ে বর্তমানে যারা দশম শ্রেণিতে পড়ছে, তাদের রেজিস্ট্রেশন কার্ডে ঐচ্ছিক বিষয় যুক্ত না থাকলে তারা ঐ বিষয়ের বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবে না।
এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে বিটিইবি জানিয়েছে, আগামী ৩ জুলাইয়ের মধ্যে বিষয় সংযোজন সম্পন্ন করতে হবে, অন্যথায় পরীক্ষার প্রবেশপত্রে ঐ বিষয়টি থাকবে না এবং শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
সম্প্রতি বিটিইবির কারিকুলাম ও আইসিটি বিভাগের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. অলি মাসুদ করিমের স্বাক্ষরে এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রবেশপত্রে ঐচ্ছিক বিষয় না থাকলে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে না। এমনকি পরবর্তীতে কোনো জটিলতা দেখা দিলে তার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।
আরও পড়ুন: সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানাল কারিগরি বোর্ড
বিষয় সংযোজন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিষ্ঠান প্রধানদের ২২ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে বিটিইবির ই-সেবা প্ল্যাটফর্ম (www.bteb.gov.bd অথবা btebesheba.gov.bd)–এ লগইন করে ‘Optional Subject Add’ মেনু ব্যবহার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই বিষয় সংযোজন নিশ্চিত করতে হবে।
এসএসসি (ভোকেশনাল) পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে: উচ্চতর গণিত-২ (বিষয় কোড: ৫১৩২১), কৃষি শিক্ষা-২ (৫১৩২২), জীববিজ্ঞান-২ (৫১৩২৩) এবং বেসিক ট্রেড-২ (৫১৩২৪)। অন্যদিকে, দাখিল (ভোকেশনাল) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে: উচ্চতর গণিত-২ (৫১৩২১), কৃষি শিক্ষা-২ (৫১৩২২), জীববিজ্ঞান-২ (৫১৩২৩), ইসলামের ইতিহাস-২ (৫১৩২৫) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়-২ (৫১৩২৬)। শিক্ষার্থীরা এই তালিকা থেকে যেকোনো একটি বিষয় ঐচ্ছিক হিসেবে নির্বাচন করতে পারবে এবং সেটি রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে যুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ঐচ্ছিক বিষয় না সংযোজন করে, তবে তার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো প্রকার ছাড় দেবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।