ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

সাদা দল
সাদা দল  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। সংগঠনটি একে ‘ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন হলেও এর আগের দিন দুষ্কৃতিকারীরা চারুকলা অনুষদের তৈরি ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ এবং ‘শান্তির প্রতীক পায়রা’ মোটিফে অগ্নিসংযোগ করে।

তারা বলেন, “এই ঘটনার পরও সংশ্লিষ্ট শিল্পী ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় ভস্মীভূত মোটিফ দ্রুত মেরামত ও পুনর্নির্মাণ করে শোভাযাত্রা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু পরদিন রাতে ওই দুষ্কৃতিকারীরাই চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষার্থী ও শিল্পী ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কারণ, তিনি অ্যালামনাই শিল্পীদের সঙ্গে নিয়ে মোটিফ নির্মাণে শিক্ষার্থীদের সহযোগিতা করেছিলেন।”

সাদা দলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে শোভাযাত্রা কার্যক্রমে জড়িত বেশ কয়েকজনকে ভিনদেশী নম্বর থেকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অব্যাহতভাবে কটূক্তি ছড়ানো হচ্ছে।

তারা বলেন, “আমরা এই অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।”

এ ঘটনায় চারুকলার শিক্ষার্থী, অ্যালামনাই ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ