প্রথম চাকরি যখন হয় তখনও আমার মাস্টার্স পরীক্ষার ভাইভা শেষ হতে ২ দিন বাকি ছিল। অর্থাৎ আমাকে ১দিনও বেকার থাকতে হয়নি। তবে আমি শুধু বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করেছিলাম। খুব বেশি চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড করিনি। ৪টি বিসিএসসহ ১০টির মতো প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ প্রায় সবগুলোতেই প্রিলি পাস করি। মোট ৫টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৫টি ভাইভায় অংশগ্রহণ করে বর্তমানে ৪র্থ চাকরির জন্য বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এভাবেই নিজের সফলতার গল্প দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে তুলে ধরেন ৪৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এ.টি.এম রুহুল আমিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান রুহুল আমিনের গ্রামের বাড়ি নেত্রকোণা সদর উপজেলার বালুয়াকান্দিতে। বাবা মো: আমজাদ হোসেন অবসরপ্রাপ্ত সেরেস্তাদার। তিন বোনের এক ভাই রুহুল মাধ্যমিকে নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ এবং উচ্চমাধ্যমিকে রাজধানীর নটরডেম কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। এছাড়াও ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় নিজ ইউনিয়নে ১ম স্থান অর্জন এবং ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে জেলায় ২য় স্থান এবং এসএসসিতে ফলাফলের উপর প্রকাশিত বৃত্তির ফলাফলে জেলা ট্যালেন্ট ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছিলেন। ২০২২ সালের মে মাসে তিনি এজিএম (প্রশাসন/মানবসম্পদ) হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মরত আছেন।
"প্রথম চাকরি যখন হয় তখনও আমার মাস্টার্স পরীক্ষার ভাইভা শেষ হতে ২ দিন বাকি ছিল। অর্থাৎ আমাকে ১দিনও বেকার থাকতে হয়নি। তবে আমি শুধু বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করেছিলাম। খুব বেশি চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড করিনি। ৪টি বিসিএসসহ ১০টির মতো প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করি-এ.টি.এম রুহুল আমিন
তবে শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে ভালো ফলাফল অর্জন করলেও সরকারি চাকুরে বাবার বেতনে চার বোনের পড়াশোনাসহ সংসারের অন্যান্য ব্যয় মেটানো কষ্টসাধ্য ছিল। তাতেই ছিল চাওয়া এবং পাওয়ার বিস্তর ফারাক। তবে এই আক্ষেপই রুহুল আমিনকে করেছে আরও বেশি আত্মনির্ভরশীল। জানান, ‘স্কুলে ভালো ছাত্র হিসেবে পরিচিতি থাকায় অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায়ই আমার টিউশনি জীবনের সূত্রপাত হয়। বলা যায় তখন থেকেই নিজের পড়াশোনার যাবতীয় খরচ নিজেই ম্যানেজ করতাম।’
সফলতার এই দীর্ঘ যাত্রার গল্পে পরিবারের প্রতিও দিতে হয় দায়িত্বশীল দৃষ্টি। তিনি জানান, ‘এসএসসি পরীক্ষার পরপরই পারিবারিকভাবে বড় ধরনের ঋণে পড়ে যাই। সেই সময়ে আত্মীয়স্বজনদের সহযোগিতা এবং কদর্য রূপ সবই দেখতে পাই। অনেক নেতিবাচক আচরণও সহ্য করতে হয়। নটরডেম কলেজ ভর্তির সুযোগ পেলে আমার ছোট চাচা তার বাসায় থেকে পড়াশোনা করার সুযোগ করে দেন। টিউশনি করেই আমি পড়ার খরচ জোগাড় করতাম। কলেজ জীবনের শেষ ৬ মাস এবং ভর্তি পরীক্ষার সময় আমার শ্রেষ্ঠ বন্ধু মো. মুস্তাকিম খানের বাসায় ছিলাম। আমার এই বন্ধু আমার জীবনে আল্লাহর তরফ থেকে আশীর্বাদস্বরূপ।’
তিনি আরও যোগ করেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনেও প্রথম মাস থেকে পুনরায় টিউশন শুরু করি। প্রায় ছয় মাসের মধ্যেই দিনে গড়ে ৩ থেকে ৪টা টিউশন করতাম। শহরে থাকায় বিশ্ববিদ্যালয়ের জন্য সকাল ৭ টায় বের হতাম এবং টিউশন শেষ করে ফিরতে রাত ১১ টা থেকে সাড়ে ১১ টা বেজে যেত। চাকরির জন্য আলাদাভাবে পড়াশোনার সুযোগ ছিল না। আমার দায়িত্বও ছিল। টিউশনের আয় থেকে আমাদের ঋণ শোধের পাশাপাশি ছোট বোনদের বিয়ের জন্য বাবাকে সহায়তা করি।’
বিসিএস’র পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন বলেন, ‘৩য় বর্ষে এসে বিসিএসের জন্য মনস্থির করি এবং টিউশন কিছুটা কমিয়ে দিই। যেটুকু সময় পেতাম পড়াশোনা করতাম, গুছিয়ে পড়ার চেষ্টা করতাম। গণিত, বিজ্ঞান এবং ইংরেজিতে বেসিক ভালো থাকায় এবং টিউশনি করানোয় বিসিএস আমার জন্য সহজ হয়ে যায়।’
করোনা মহামারির সময় কীভাবে কাটিয়েছিলেন জানতে চাইলে তিনি জানান, ‘কোভিড-১৯ সামগ্রিকভাবে মানবজাতির জন্য একটি বড় আঘাত হলেও আমার জন্য তা আশীর্বাদ ছিল। কোভিডে হঠাৎ সব টিউশন বন্ধ হয়ে যায়। ফলে ৪১ বিসিএসের লিখিত পরীক্ষার প্রিপারেশন নেয়ার জন্য আমি ভালো একটা সময় পাই। মূলত এই প্রিপারেশনের মাধ্যমেই ৪৩ বিসিএসসহ সবগুলো চাকরি হয়।’
"সোনার চামচ মুখে দিয়ে জন্মানোর মাধ্যমে নিজের কোনো গৌরব নাই। নিজ পরিশ্রমে অর্জিত রূপার চামচ দিয়ে খেতে পারাই পরম তৃপ্তির। কারো বক্তৃতা শুনে মোটিভেটেড হওয়া যায় কি না আমি জানি না, তবে নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টার চেয়ে বড় মোটিভেশন আর কিছুই নেই-এ.টি.এম রুহুল আমিন
সফলতায় জীবনসঙ্গীর ভূমিকার বিষয়ে তিনি জানান, ‘আমার স্ত্রীর নাম ডা. আজমিতা হক কৃষ্টি। ২০২২ সালেই আমাদের বিয়ে হয়। ৪১ বিসিএসে লিখিত ভালো পরীক্ষা দিয়ে নন-ক্যাডারে সহকারী পরিচালক, জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে সুপারিশপ্রাপ্ত হয়ে কিছুটা হতাশ ছিলাম। এদিকে চাকরির ব্যস্ততার কারণে ৪৩ বিসিএসের লিখিত পরীক্ষা আশানুরূপ না হওয়ায় ভাইভা প্রস্তুতি নিয়ে তেমন আগ্রহ ছিল না। সেই সময় আমার স্ত্রী আমাকে মানসিক শক্তি যুগিয়েছিল। সারাদিনের অফিসে সুযোগ পেলে কিংবা সপ্তাহে ২ থেকে ৩ দিন তার কাছে ভাইভা প্র্যাকটিস করা হতো। আমার উপর আমার নিজের থেকে তার বিশ্বাস ছিল অনেক বেশি। যেটি আমাকে অনুপ্রাণিত করে।’
সফলতায় পরিবার কিংবা বন্ধুবান্ধবের অনুভূতি কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আত্মীয়-স্বজন, এলাকাবাসী, বন্ধু-বান্ধব সকলের খুশির কারণ হতে পেরে পরম তৃপ্তি পাচ্ছি। আপনজনদের হাসিমুখের চেয়ে দামি জিনিস এই পৃথিবীতে আর কিছু আছে বলে আমি মনে করি না।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমানে আমার দুইটি চাওয়া আছে। প্রথমত পেশাগত জীবনে সর্বোচ্চ দক্ষতা অর্জনের চেষ্টা করা এবং একজন মানবিক রাষ্ট্রসেবক হওয়া। যেখানেই কাজ করার সুযোগ পাই সেখানেই রেখাপাত করতে চাই। রাষ্ট্রীয় সুবিধাদি প্রকৃত সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দ্বিতীয়ত আমার মতো বা আমার চেয়েও কঠিন পথ পাড়ি দিয়ে যারা নিজের ক্যারিয়ার গঠনের জন্য সংগ্রাম করে যাচ্ছে বা যাবে, নিজের সীমিত জ্ঞান বা মেধার ব্যবহারে তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে চাকরিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিনামূল্যে ক্লাস নিতে চাই। বিষয়টা কষ্টসাধ্য তবে আমার দ্বারা একজন বেকার ভাইবোনেরও যদি উপকার হয় তাহলেই আমি তৃপ্ত।’
তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সোনার চামচ মুখে দিয়ে জন্মানোর মাধ্যমে নিজের কোনো গৌরব নাই। নিজ পরিশ্রমে অর্জিত রূপার চামচ দিয়ে খেতে পারাই পরম তৃপ্তির। কারো বক্তৃতা শুনে মোটিভেটেড হওয়া যায় কি না আমি জানি না, তবে নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টার চেয়ে বড় মোটিভেশন আর কিছুই নেই।’
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
0.41 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.30 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.54 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.36 ms
SELECT *
FROM `wg_front_settings`
Event: dbquery
Events
0.01 ms
Connecting to Database: "prev"
Database
0.87 ms
Query
Database
1.25 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` = '142285'
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.24 ms
SELECT *
FROM `wg_category`
WHERE `id_category` = '89'
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
2.26 ms
SELECT `article_body`
FROM `wg_articledetail`
WHERE `id_article` = '142285'
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
2.51 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` IN ('141943','141867','135916')
ORDERBY `id_article` DESC
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.57 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` != '142285'
ORDERBY `id_article` DESCLIMIT 10
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.44 ms
SELECT `id_menuitem`, `parent_id`, `item_name`, `link_type`, `menu_url`
FROM `wg_menuitem`
WHERE `status` = 1
AND `id_menu` = 1
ORDERBY `menu_order` asc
Event: dbquery
Events
0.02 ms
View: detail.php
Views
1.51 ms
After Filters
Timer
0.01 ms
Required After Filters
Timer
0.21 ms
Database (11 total Queries, 11 of them unique across 2 Connections)
Time
Query String
0.49 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
article_body -> UTF-8 string (15744) "<p style="text-align: justify;">প্রথম চাকরি যখন হয় তখনও আমার মাস্টার্স পরীক্...
$value->article_body
<p style="text-align: justify;">প্রথম চাকরি যখন হয় তখনও আমার মাস্টার্স পরীক্ষার ভাইভা শেষ হতে ২ দিন বাকি ছিল। অর্থাৎ আমাকে ১দিনও বেকার থাকতে হয়নি। তবে আমি শুধু বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করেছিলাম। খুব বেশি চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড করিনি। ৪টি বিসিএসসহ ১০টির মতো প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ প্রায় সবগুলোতেই প্রিলি পাস করি। মোট ৫টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৫টি ভাইভায় অংশগ্রহণ করে বর্তমানে ৪র্থ চাকরির জন্য বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এভাবেই নিজের সফলতার গল্প দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে তুলে ধরেন ৪৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এ.টি.এম রুহুল আমিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।</p>
<p style="text-align: justify;">নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান রুহুল আমিনের গ্রামের বাড়ি নেত্রকোণা সদর উপজেলার বালুয়াকান্দিতে। বাবা মো: আমজাদ হোসেন অবসরপ্রাপ্ত সেরেস্তাদার। তিন বোনের এক ভাই রুহুল মাধ্যমিকে নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ এবং উচ্চমাধ্যমিকে রাজধানীর নটরডেম কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। এছাড়াও ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় নিজ ইউনিয়নে ১ম স্থান অর্জন এবং ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে জেলায় ২য় স্থান এবং এসএসসিতে ফলাফলের উপর প্রকাশিত বৃত্তির ফলাফলে জেলা ট্যালেন্ট ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছিলেন। ২০২২ সালের মে মাসে তিনি এজিএম (প্রশাসন/মানবসম্পদ) হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মরত আছেন।</p>
<blockquote>
<p style="text-align: justify;"><span style="color: #e03e2d;"><strong>"প্রথম চাকরি যখন হয় তখনও আমার মাস্টার্স পরীক্ষার ভাইভা শেষ হতে ২ দিন বাকি ছিল। অর্থাৎ আমাকে ১দিনও বেকার থাকতে হয়নি। তবে আমি শুধু বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করেছিলাম। খুব বেশি চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড করিনি। ৪টি বিসিএসসহ ১০টির মতো প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করি-<span style="font-size: 10pt;">এ.টি.এম রুহুল আমিন</span></strong></span></p>
</blockquote>
<p style="text-align: justify;">তবে শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে ভালো ফলাফল অর্জন করলেও সরকারি চাকুরে বাবার বেতনে চার বোনের পড়াশোনাসহ সংসারের অন্যান্য ব্যয় মেটানো কষ্টসাধ্য ছিল। তাতেই ছিল চাওয়া এবং পাওয়ার বিস্তর ফারাক। তবে এই আক্ষেপই রুহুল আমিনকে করেছে আরও বেশি আত্মনির্ভরশীল। জানান, ‘স্কুলে ভালো ছাত্র হিসেবে পরিচিতি থাকায় অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায়ই আমার টিউশনি জীবনের সূত্রপাত হয়। বলা যায় তখন থেকেই নিজের পড়াশোনার যাবতীয় খরচ নিজেই ম্যানেজ করতাম।’</p>
<p style="text-align: justify;">সফলতার এই দীর্ঘ যাত্রার গল্পে পরিবারের প্রতিও দিতে হয় দায়িত্বশীল দৃষ্টি। তিনি জানান, ‘এসএসসি পরীক্ষার পরপরই পারিবারিকভাবে বড় ধরনের ঋণে পড়ে যাই। সেই সময়ে আত্মীয়স্বজনদের সহযোগিতা এবং কদর্য রূপ সবই দেখতে পাই। অনেক নেতিবাচক আচরণও সহ্য করতে হয়। নটরডেম কলেজ ভর্তির সুযোগ পেলে আমার ছোট চাচা তার বাসায় থেকে পড়াশোনা করার সুযোগ করে দেন। টিউশনি করেই আমি পড়ার খরচ জোগাড় করতাম। কলেজ জীবনের শেষ ৬ মাস এবং ভর্তি পরীক্ষার সময় আমার শ্রেষ্ঠ বন্ধু মো. মুস্তাকিম খানের বাসায় ছিলাম। আমার এই বন্ধু আমার জীবনে আল্লাহর তরফ থেকে আশীর্বাদস্বরূপ।’</p>
<p style="text-align: justify;">তিনি আরও যোগ করেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনেও প্রথম মাস থেকে পুনরায় টিউশন শুরু করি। প্রায় ছয় মাসের মধ্যেই দিনে গড়ে ৩ থেকে ৪টা টিউশন করতাম। শহরে থাকায় বিশ্ববিদ্যালয়ের জন্য সকাল ৭ টায় বের হতাম এবং টিউশন শেষ করে ফিরতে রাত ১১ টা থেকে সাড়ে ১১ টা বেজে যেত। চাকরির জন্য আলাদাভাবে পড়াশোনার সুযোগ ছিল না। আমার দায়িত্বও ছিল। টিউশনের আয় থেকে আমাদের ঋণ শোধের পাশাপাশি ছোট বোনদের বিয়ের জন্য বাবাকে সহায়তা করি।’</p>
<p style="text-align: justify;">বিসিএস’র পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন বলেন, ‘৩য় বর্ষে এসে বিসিএসের জন্য মনস্থির করি এবং টিউশন কিছুটা কমিয়ে দিই। যেটুকু সময় পেতাম পড়াশোনা করতাম, গুছিয়ে পড়ার চেষ্টা করতাম। গণিত, বিজ্ঞান এবং ইংরেজিতে বেসিক ভালো থাকায় এবং টিউশনি করানোয় বিসিএস আমার জন্য সহজ হয়ে যায়।’</p>
<p style="text-align: justify;">করোনা মহামারির সময় কীভাবে কাটিয়েছিলেন জানতে চাইলে তিনি জানান, ‘কোভিড-১৯ সামগ্রিকভাবে মানবজাতির জন্য একটি বড় আঘাত হলেও আমার জন্য তা আশীর্বাদ ছিল। কোভিডে হঠাৎ সব টিউশন বন্ধ হয়ে যায়। ফলে ৪১ বিসিএসের লিখিত পরীক্ষার প্রিপারেশন নেয়ার জন্য আমি ভালো একটা সময় পাই। মূলত এই প্রিপারেশনের মাধ্যমেই ৪৩ বিসিএসসহ সবগুলো চাকরি হয়।’</p>
<blockquote>
<p style="text-align: justify;"><span style="color: #e03e2d;"><strong>"সোনার চামচ মুখে দিয়ে জন্মানোর মাধ্যমে নিজের কোনো গৌরব নাই। নিজ পরিশ্রমে অর্জিত রূপার চামচ দিয়ে খেতে পারাই পরম তৃপ্তির। কারো বক্তৃতা শুনে মোটিভেটেড হওয়া যায় কি না আমি জানি না, তবে নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টার চেয়ে বড় মোটিভেশন আর কিছুই নেই-<span style="font-size: 10pt;">এ.টি.এম রুহুল আমিন</span></strong></span></p>
</blockquote>
<p style="text-align: justify;">সফলতায় জীবনসঙ্গীর ভূমিকার বিষয়ে তিনি জানান, ‘আমার স্ত্রীর নাম ডা. আজমিতা হক কৃষ্টি। ২০২২ সালেই আমাদের বিয়ে হয়। ৪১ বিসিএসে লিখিত ভালো পরীক্ষা দিয়ে নন-ক্যাডারে সহকারী পরিচালক, জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে সুপারিশপ্রাপ্ত হয়ে কিছুটা হতাশ ছিলাম। এদিকে চাকরির ব্যস্ততার কারণে ৪৩ বিসিএসের লিখিত পরীক্ষা আশানুরূপ না হওয়ায় ভাইভা প্রস্তুতি নিয়ে তেমন আগ্রহ ছিল না। সেই সময় আমার স্ত্রী আমাকে মানসিক শক্তি যুগিয়েছিল। সারাদিনের অফিসে সুযোগ পেলে কিংবা সপ্তাহে ২ থেকে ৩ দিন তার কাছে ভাইভা প্র্যাকটিস করা হতো। আমার উপর আমার নিজের থেকে তার বিশ্বাস ছিল অনেক বেশি। যেটি আমাকে অনুপ্রাণিত করে।’</p>
<p style="text-align: justify;">সফলতায় পরিবার কিংবা বন্ধুবান্ধবের অনুভূতি কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আত্মীয়-স্বজন, এলাকাবাসী, বন্ধু-বান্ধব সকলের খুশির কারণ হতে পেরে পরম তৃপ্তি পাচ্ছি। আপনজনদের হাসিমুখের চেয়ে দামি জিনিস এই পৃথিবীতে আর কিছু আছে বলে আমি মনে করি না।’</p>
<p style="text-align: justify;">ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমানে আমার দুইটি চাওয়া আছে। প্রথমত পেশাগত জীবনে সর্বোচ্চ দক্ষতা অর্জনের চেষ্টা করা এবং একজন মানবিক রাষ্ট্রসেবক হওয়া। যেখানেই কাজ করার সুযোগ পাই সেখানেই রেখাপাত করতে চাই। রাষ্ট্রীয় সুবিধাদি প্রকৃত সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দ্বিতীয়ত আমার মতো বা আমার চেয়েও কঠিন পথ পাড়ি দিয়ে যারা নিজের ক্যারিয়ার গঠনের জন্য সংগ্রাম করে যাচ্ছে বা যাবে, নিজের সীমিত জ্ঞান বা মেধার ব্যবহারে তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে চাকরিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিনামূল্যে ক্লাস নিতে চাই। বিষয়টা কষ্টসাধ্য তবে আমার দ্বারা একজন বেকার ভাইবোনেরও যদি উপকার হয় তাহলেই আমি তৃপ্ত।’</p>
<p style="text-align: justify;">তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সোনার চামচ মুখে দিয়ে জন্মানোর মাধ্যমে নিজের কোনো গৌরব নাই। নিজ পরিশ্রমে অর্জিত রূপার চামচ দিয়ে খেতে পারাই পরম তৃপ্তির। কারো বক্তৃতা শুনে মোটিভেটেড হওয়া যায় কি না আমি জানি না, তবে নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টার চেয়ে বড় মোটিভেশন আর কিছুই নেই।’</p>
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার অ্যাকাডেমিক পড়াশোনায় ব্যবহারের উদ্দেশ্য থাকলেও বিসিএস বা বিভিন্ন চাকরির প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরাও সেখানে ভিড় করেন। বিশেষ
home_title -> UTF-8 string (160) "বুয়েট ভর্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উদ্ভাস"
$value[2]->home_title
share_title -> UTF-8 string (160) "বুয়েট ভর্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উদ্ভাস"
$value[2]->share_title
DetailNews -> null
$value[2]->DetailNews
article_shoulder -> string (0) ""
$value[2]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[2]->article_hanger
article_summary -> UTF-8 string (482) "শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এ স...
$value[2]->article_summary
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন বুয়েটের ১২৮৭ জন কৃতী শিক্ষার্থী।
উচ্চশিক্ষা ,পাবলিক ইউনিভার্সিটি,পাবলিক বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়,বিশ্ববিদ্যালয় ভর্তি,বুয়েট,ভর্তি কোচিং,ভর্তি পরীক্ষা,ভর্তি প্রস্তুতি,মেডিকেল ভর্তি পরীক্ষা,সমন্বিত ভর্তি পরীক্ষা
IsBreaking -> string (1) "0"
$value[2]->IsBreaking
IsSeleted -> string (1) "1"
$value[2]->IsSeleted
is_top -> string (1) "1"
$value[2]->is_top
related_news -> string (19) "103801,103798,34875"
$value[2]->related_news
ImageHomePage -> string (1) "1"
$value[2]->ImageHomePage
reporter_name -> string (1) "0"
$value[2]->reporter_name
ImageTag -> UTF-8 string (171) "সংবর্ধনা অনু্ষ্ঠানে অংশগ্রহণ করেন বুয়েটের মেধাবী শিক্ষার্থীরা"
$value[2]->ImageTag
সংবর্ধনা অনু্ষ্ঠানে অংশগ্রহণ করেন বুয়েটের মেধাবী শিক্ষার্থীরা
article_summary -> UTF-8 string (502) "জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দ...
$value[1]->article_summary
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারায় অন্তর্বর্তী সরকারকে সংকটের মুখে দাঁড় করিয়েছে। নানা ইস্যুতে টানাপোড়েন, নির্বাচন...
home_title -> UTF-8 string (177) "দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান"
$value[2]->home_title
দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
share_title -> UTF-8 string (177) "দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান"
$value[2]->share_title
দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
article_shoulder -> string (0) ""
$value[2]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[2]->article_hanger
article_summary -> UTF-8 string (514) "ঢাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প...
$value[2]->article_summary
ঢাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভার শেষে...
home_title -> UTF-8 string (143) "ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান"
$value[3]->home_title
share_title -> UTF-8 string (143) "ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান"
$value[3]->share_title
article_shoulder -> string (0) ""
$value[3]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[3]->article_hanger
article_summary -> UTF-8 string (502) "আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন ব...
$value[3]->article_summary
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
article_summary -> UTF-8 string (631) "জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী দেশের শীর...
$value[4]->article_summary
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি সার্ভিস অপারেশনস বিভাগে ‘ইঞ্জিনিয়ার/ সিনিয়র ইঞ্জিনিয়ার’ পদে ২ কর্মী নিয়োগে ২৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
article_summary -> UTF-8 string (501) "নানা অনিয়মে অভিযুক্ত রাজধানীর মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজের অধ্যক্ষ ব...
$value[5]->article_summary
নানা অনিয়মে অভিযুক্ত রাজধানীর মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজের অধ্যক্ষ বশীর আহম্মদকে গত ৯ মার্চ সাময়িক অব্যাহতি প্রদান করে শিক্ষাপ্রতিষ্ঠানটির এডহক কমিটি। এই অব্যাহতিকে চ্যালেঞ্জ...
article_summary -> UTF-8 string (489) "জীবনের প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকা এবং প্রজ্ঞার সঙ্গে সিদ্ধান্ত নিতে পার...
$value[6]->article_summary
জীবনের প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকা এবং প্রজ্ঞার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারাই একজন মানুষের প্রকৃত শক্তি। এই মনোভাবই মহামতি গৌতম বুদ্ধকে অমর করে রেখেছে ইতিহাসে। মৃত্যুর আগে শেষ বয়সে
প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়া বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৯ এবং ২০২৩...
home_title -> UTF-8 string (201) "চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে রাস্তা অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা"
$value[8]->home_title
চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে রাস্তা অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা
share_title -> UTF-8 string (201) "চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে রাস্তা অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা"
$value[8]->share_title
চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে রাস্তা অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা
article_shoulder -> string (0) ""
$value[8]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[8]->article_hanger
article_summary -> UTF-8 string (579) "জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান ন...
$value[8]->article_summary
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। আজ বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির সামনের সড়কে অবস্থান নেন তারা।