মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেলকন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৮। আগামী ৩ ও ৪ নভেম্বর ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার ক্যাম্পাসে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ২০টি দল টুর্নামেন্টে অংশ নেবে। টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম)।
বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ডব্লিউ হোটেলে অনুষ্ঠিত বিএসইউএম কার্যনির্বাহী কমিটির সভায় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। সভা শেষে বিএসইউএম সভাপতি ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার পিএইচডি গবেষক মো. আবুল বাশার সাংবাদিকদের ব্রিফিং করেন।
তিনি বলেন, বিএসইউএমের বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ডিসেম্বরে। এ সময়ের মধ্যে আমরা তিনটি প্রোগ্রামের পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে আগামী ৩ ও ৪ নভেম্বর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নভেম্বরের মধ্যেই বাংলাদেশী ছাত্রদের ক্যারিয়ার গাইডলাইনের জন্য একটি শিক্ষা সেমিনার ও ডিসেম্বরের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য একটি কনভেনশন ও কালচারাল নাইট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ট্যুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফেলমো মোবাইলের কাস্টমার সার্ভিস ম্যানেজার শারমিন সুলতানা, বিশেষ অতিথি ছিলেন ফেলমো মোবাইলের সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ মোক্তাদির নাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম এবং এম এম কবিরুজ্জামান জীবন। 
বিএসইউএম সাধারণ সম্পাদক ড. শামিম হামিদীর পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়জুল হক ও শাপলা, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতিক মুজাহিদ ও বোরহান উদ্দীন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রকাশনা সম্পাদক মো. মুহিবুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক লিউরোনা চৌধুরী, তথ্য-প্রযুক্তি সম্পাদক এনামুল হক, যুগ্ম শিক্ষা সম্পাদক শরীফ হোসাইন, সহকারী প্রকাশনা সম্পাদক শেখ বোরহান, সহকারি ট্রেজারার শান্তা, সহকারি সাংস্কৃতিক সম্পাদক আলিফ।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফেলমো মোবাইল। অন্যান্য স্পন্সরের মধ্যে রয়েছে ডব্লিউ হোটেল, মডার্ন হোম মার্ট, বাংলাদেশী ক্লথ শোপ, সিআইটি কল আইটি, বিশিষ্ট ব্যবসায়ী মনির দেওয়ান প্রমুখ।
প্রসঙ্গত বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে। বিএসইউএমের লক্ষ্য হচ্ছে- মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের একাডেমিক ও অন্যান্য ক্ষেত্রে বিশ্বমানের যোগ্যতাসম্পন্ন হিসেবে গড়ে তোলা। এ উদ্দেশে ক্যারিয়ার ক্যাম্প, লেখক তৈরির উদ্যোগ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে সংগঠনটি। এক কথায় মালয়েশিয়ার বুকে বিএসইউএম যেন এক খণ্ড বাংলাদেশ।