গোপন বৈঠক থেকে ছাত্রশিবিরের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪ মে ২০২২, ০২:২৩ PM

© সংগৃহীত

রাজশাহীতে গোপন বৈঠক থেকে ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আসামিদের গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার শিষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কর্ণহার থানা–পুলিশ বিশেষ এই যৌথ অভিযান চালায়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি উসামা রায়হান (২৭), সাংগঠনিক সম্পাদক সিফাত আলম (২৬), পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম (২৭), সহকারী প্রকাশনা সম্পাদক মো. সালাউদ্দিন (২৫), শিবিরের কর্মী মিকদাদ হোসেন ওরফে তোহা (২৬) এবং আবদুর রহমান (২২)। 

রাজশাহী নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল বলেন, রাজশাহী মহানগর এলাকায় নাশকতার পরিকল্পনা করতে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠকে বসেছিলেন। তখন অভিযান চালানো হলে ৩০-৩৫ জন পালিয়ে যান। অন্য ছয়জন পুলিশের হাতে ধরা পড়েন।

তিনি আরও বলেন, এসময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, মিছিলের ব্যানার ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এ ব্যাপারে কর্ণহার থানায় একটি মামলা করা হয়েছে।

ছয় কেন্দ্রের ফলাফলে শীর্ষ ৩ পদে এগিয়ে ছাত্রশিবির
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে আরও ২ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে যারা?
  • ০৭ জানুয়ারি ২০২৬
বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘খেজুর গাছটাকে আপনারা ধানের শীষ বানালে আমি এমপি হব’
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে চার কেন্দ্রের ফলাফল প্রকাশ, কার ভোট কত?
  • ০৭ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ফল প্রকাশ নিয়ে সভায় বসছেন উপাচার্যরা
  • ০৭ জানুয়ারি ২০২৬