ঢাবির এফ রহমান হল ছাত্রলীগের নেতৃত্বে রিয়াজুল-মুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৬ AM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সভাপতি হিসেবে রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মুনেম শাহরিয়ার মুনকে দায়িত্ব দেয়া হয়।
সভাপতি রিয়াজুল ইসলামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। রিয়াজুল এর আগে হল শাখা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী।
আর সাধারণ সম্পাদক মুনের বাড়ি রংপুর। তিনি হল শাখা ছাত্রলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সর্বশেষ হল সংসদে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে তিনি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। উত্তরবঙ্গের এই নেতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।
এদিকে পাঁচ বছর পর হল কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পদ পাওয়া নেতাদের অনুসারী কমিটি ঘোষণার পর পর নিজ নিজ হলেিআনন্দ মিছিল করেছেন।